বর্তমানে যারা নিয়মিত কবিতা পোস্ট করছেন তাদের মধ্যে কয়েকজন যেমনঃ
নিয়মিত পাওয়া যায় - সেলিম আনোয়ার, কাজী ফাতেমা ছবি, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, স্প্যানকড, খায়রুল আহসান, পাজী-পোলা, জিএম হারুন -অর -রশিদ, ইল্লু , আলমগীর সরকার লিটন , সৈয়দ মশিউর রহমান , প্রফেসর সাহেব, সাইফুলসাইফসাই , মহাজাগতিক চিন্তা, মঈনউদ্দিন, মোঃ মাইদুল সরকার, জিনাত নাজিয়া , সামরিন হক, মাসুদ রানা শাহীন, ইসিয়াক, মোহাম্মদ সজল রহমান, তানভীর রাতুল , তন্দ্রাকুমারী, মরুভূমির জলদস্যু, নাইমুল ইসলাম , প্রতিফলন, কালো যাদুকর, রোকসানা লেইস, এস এম আহমেদ মনি, নাইমুল ইসলাম উল্লাস, রানার ব্লগ, Subdeb ghosh, মহামতি আইভান, মৌন পাঠক, সত্যপথিক শাইয়্যান, আহমেদ রুহুল আমিন সহ অনেকে।
ছড়ায় আছেন - বাকপ্রবাস, প্রামানিক।
নতুন করে ফিরে এসেছেন - চন্দ্ররথা রাজশ্রী, স্বর্ণবন্ধন, স্বপ্নবাজ তরী, পবন সরকার, সোনালী ডানার চিল, মিশু মিলন,কবি হাফেজ আহমেদ, নীলসাধু, বিদ্রোহী ভৃগু প্রমুখ।
অনেকদিন হলো, ব্লগে কোনো সংকলন পোস্ট হয় না। আমরা যারা আগে কবিতা, গল্প বা অন্যান্য সংকলন পোস্ট করতাম তারা নানাবিধ কারণে এটা চালিয়ে যেতে পারিনি।
ব্লগে পুরাতন অনেক কবি এখন আর কবিতা পোস্ট করেন না, তাই আগের মতো অত কবিতা আর পাওয়া যায় না। তবুও যারা নিয়মিত বা অনিয়মিত কবিতা পোস্ট করছেন তারা এটা অব্যাহত রাখবেন বলে আশা রাখি।
আমার কিছুটা সুযোগ হওয়াতে আবার কবিতা সংকল পোস্ট দিব আগামি জানুয়ারি ২০২৪ থেকে। ডিসেম্বর ২০২৩ এর সকল কবিতা নিয়ে পোস্ট করবো। আগে যখন কবিতা সংকলন পোস্ট করতাম তখন আপনাদের নিকট থেকে ব্যাপক উৎসাহ পেতাম। আশাকরি বর্তমানেও সেটা অব্যাহত থাকবে। অবশ্য ব্লগ আর আগের মতো নেই, তবুও আমরা যারা আছি তারা এটাকে উপভোগ করবো। তাই আসুন সকলে মিলে যাই কবিতার কাব্যে আর সম্প্রীতির মেলবন্ধনে।
আপনাদের জ্ঞাতার্থে আগের কবিতা সংকলন পোস্ট গুলো এখানে সংকলিত করে দিলামঃ
০১. সেপ্টেম্বর-২০১৮ এর শেষ সপ্তাহের ( ২৪-৩০ ) কবিতাসমগ্র ও ১০টি সেরা কবিতা।
০২. অক্টোবর প্রথম সপ্তাহ ( ০১-০৭ )-২০১৮ এর কাব্য-পরাগ ও ১০ সেরা কবিতা!
০৩. শারদীয় কবিতা সংকলন-অক্টোবর ২০১৮ দ্বিতীয় সপ্তাহ (০৮-১৪) ও সেরা ২১!
০৪. যে বিদায় শূন্যে বিদীর্ণ করে দেয় .... কবিতা সংকলন অক্টোবর-১৮, - ৩য় সপ্তাহ, .... উৎসর্গ আইয়ুব বাচ্চু ...
০৫. হৈমন্তিকা' .... কবিতা সংকলন.... শেষ সপ্তাহ (২২-৩১), অক্টোবর-২০১৮....
০৬. সংলাপে হয় না ---- কবিতায় হবে, ..... কবিতা সংকলন ..... নভেম্বর ২০১৮, প্রথম সপ্তাহ!
০৭. উৎসর্গ......হুমায়ুন আহমেদ, যার সৃষ্টিই আমাদের দৃষ্টি......কবিতা সংকলন নভেম্বর দ্বিতীয় সপ্তাহ, ২০১৮!
০৮. কবির মৃত্যু নেই---গেওর্গে আব্বাস এবং মুনিরা চৌধুরী---অন্তিম আলোরেখায় উজ্জ্বল ধ্রুবতারা--- কবিতা ও গল্প সংকলন, নভেম্বর তৃতীয় সপ্তাহ, ২০১৮
০৯. শুরু হলো বিজয়ের মাস-মুক্তির মাস.....'কবিতা ও গল্প' সংকলন ...... নভেম্বর শেষ সপ্তাহ-২০১৮..... সেরা সব কবিতারা!
১০. একটি.... "অরিত্রী সংকলন"....কবিতা ও গল্প,.... ডিসেম্বর প্রথম সপ্তাহ, ২০১৮
১১. সব কবিতা ও গল্প এবং নতুন সেরা, ডিসেম্বর ২য় সপ্তাহ, ২০১৮
১২. এলোমেলো ডিসেম্বর ২০১৮ এর শেষ পনের দিন, কবিতা ও গল্প এবং নতুন বছরের শুভেচ্ছা!
১৩. "অনাগত কাব্যের অসম্পূর্ণ কচড়া"... বছরের প্রথম কবিতা সংকলন-২০১৯!!
১৪. ''বাংলা আমার আমি বাংলার"...... কবিতা সংকলন জানুয়ারি ২য় পাক্ষিক-২০১৯
১৫. "শিউলি ফোঁটা সুরের মূর্ছনায় হৃদয়ে কবিতার দাগ" কবিতা সংকলন - সেপ্টেম্বর-২৪-৩০, ২০১৯!
১৬. আবরার ফাহাদ-একটি অবিরাম শোকগাঁথা, একটি প্রতিবাদের স্ফুলিঙ্গ! তাকেই উৎসর্গিত কবিতা সংকলন-অক্টোবর-০১-১৫, ২০১৯!
১৭. "মুক্তির আলোয় উদ্ভাসিত প্রিয় সামু" কবিতা সংকলন-অক্টোবর - ১৬-৩১, ২০১৯!!
১৮. পেঁয়াজের ঝাঁজ জীবন ছুঁয়ে কবিতায়!! কবিতা সংকলন-নভেম্বর ০১-১৫, ২০১৯ এবং সেরা ২০!!
১৯. কুয়াশা মাড়িয়ে আমার অনেক রৌদ্র আছে, স্বর্ণালী প্রান্তরে... কবিতা সংকলন ও সেরা-৩০, নভেম্বর ১৬-৩০, ২০১৯!!
দুটি লাইন বলে শেষ করি এই পোস্টঃ
নিজের ভিতর ক্রমাগত সংক্রামিত হতে থাকা
কিছু সহৃদয় সংবাদ কবিতা হলে
এসো সভ্যতার আলোরেখায়
নক্ষত্র পোষার শর্তে
যুগান্তরের পথে চলি, এসো,
ব্লগে যারা কবিতা পোস্ট করেন তারাসহ সকল ব্লগার ব্ন্ধুদের এই অন্তবিহীন কবিতা যাত্রায় শামিল হওয়ার উদাত্ব আহ্বান জানাচ্ছি।
সকলের জন্য অনেক অনেক শুভকামনা।
.
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৭