সত্য কখনো গোপন থাকে না। একদিন না একদিন তা প্রকাশ হবেই। সত্য যে কঠিন, তাই কঠিনেরে ভালবাসিলাম।
০১. আলোকিত মন
০২. বনফুলের মৌনতা
০৩. ঝরাপাতার দীর্ঘশ্বাস।
০৪. নিদ্রাহীনার সাতকাহন।
০৫. অগ্নিপুরুষ।
০৬. বসন্তরাগ।
০৭. ফুলের বুকে শিশির।
০৮. আলো-আঁধারের অদৃশ্যতা।
০৯. মৌমাছি
১০. ছিন্ন তারের গান।
১১. ছায়ানট।
১২. শেফালির হাসি।
১৩. সন্ধ্যাতারার ঝিকিমিকি।
১৪. তুলনাহীনা।
১৫. বকুলবীথিকা।
১৬. ব্যাকুল বাতাস।
১৭. যুগান্তরের কথা।
১৮. মাধবীর অভিমান
১৯. বিরহ প্রদীপ।
২০. যূথীর মালা।
২১. নিশিথীনির গল্প।
২২. মায়া-মরীচীকা।
২৩. গোধূলী লগন।
২৪. রজনীগন্ধা
২৫. দিন-রাত্রির প্রতিধ্বনি।
২৬. আনমনা মলিকা।
২৭. সাগরিকা।
২৮. যমুনার কলতান।
২৯. সুখব্যাকুলতা।
৩০. চৈতি রাতের জোনাক।
৩১. করুন আঁখির জল।
৩২. সিন্ধুপারের বীরঙ্গনা।
৩৩. ফাগুনের বিরহিনী।
৩৪. অসীম ঢেউয়ের দোলা।
৩৫. লজ্জাবতীর আঁচল।
৩৬. দীপ্ত-প্রদীপ।
৩৭. শূণ্য শাখার ফুল।
৩৮. বৈশাখের রৌদ্র।
৩৯. জয়ধ্বনি।
৪০. কামিনীর পাঁপড়ি।
৪১. কোমল কুসুম।
৪২. দিক্-দিগন্তের যাযাবর।
৪৩. সখা ও প্রিয়া।
৪৪. মৌন হৃদয়।
৪৫. ইন্দ্রপুরীর রাজকন্যা।
৪৬. কুহেলিকার মনের কথা।
৪৭. দখিনা হিল্লোল।
৪৮. চন্দ্রদেহ।
৪৯. একা ও শূণ্যতা।
৫০. শত রজনীর কাহিনী।
.হ্যাঁ, আজ প্রকাশ করে দিলাম আমার মাল্টিনকিগুলো! আর কতদিন এভাবে গোপন রাখা যায়! তাছাড়া গোপন রাখতে আমার খুব কষ্ট হচ্ছিল। কত বছর ধরে এগুলো আমাকে খুব জ্বালাতন করে চলেছে। আপনারও পছন্দ হলে এখান থেকে যে কোনো একটি নিয়ে নিতে পারেন!!
.
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৭