ভূমিকা - ব্লগে অনেক দিন কবিতা সংকল পোস্ট আসনে না। অনেক আগে সব বিষয়ের পোস্ট নিয়ে আরজু পনি এবং পরবর্তীতে দিশেহারা রাজপুত্র কবিতা নিয়ে সংকলন নিয়ে পোস্ট করতেন। আর গেম চেঞ্জার তো সবকিছু নিয়ে মেগা সংকলন পোস্ট করতেন। সুমন কর এই পোস্টে মন্তব্যে বলেছেন তিনিও সংকলন পোস্ট দিতেন। তবে অনেক দিন হলো এটা কেউ করছেন না, কিন্তু আমি এটা অনুভব করতাম সবসময়। তাই অতি সম্প্রতি আমাদের প্রিয় কাল্পনিক_ভালোবাসা অনুরোধ আমার সে অনুভবকে নতুন করে ভাবতে বাধিত করল।
তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যেহেতু এটি এধরনের আমার প্রথম পোস্ট তাই ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি।
আমি প্রতি সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক এটা করতে চাই এবং সেখান থেকে সেরা কবিতাগুলো নির্বাচন করতে চাই। মাসের ভিতরে যে তিনটি কবিতা সেরা হবে সেই তিনটি কবিতার লেখককে ( ব্লগারকে ) পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের বিষয় বিস্তারিত পরে জানাবো।
তাই ভাল ভাল কবিতা লিখুন ও পোস্ট করুন।
এই সপ্তাহের ( সেপ্টেম্বর-২৪-৩০, ২০১৮ ) সেরা ১০টি কবিতা----
সাজ্জাদ সংগ্রহ -যতখানি অনুবাদ করেছো- তারচেয়ে বেশি প্রশ্রয় দেবোনা
মাহবুবুল আজাদ - জীবন জল ছবি হয়ে মিশে থাকে অবশেষের দেয়াল জুড়ে
সেলিম আনোয়ার - আমাদের উড়ে চলা অপ্রতিরোধ্য -সীমাহীন
ঋতো আহমেদ - মন্বন্তর
রোদেলা - গোধুলির নিমগ্নতা
শুভবাদী রোদ - তিলত্রয়ীর উপাখ্যান
মিথী_মারজান - অকুণ্ঠ আব্দার
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - ক্ষণজন্মা
কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ - ধ্বংসের শহরে
আবু রায়হান ইফাত -একটু খানি অভিমান আর দূরত্ব বেড়ে যাওয়া সম্পর্কটি
...... ......... ....... ....... ....... ....... ....... ....... .......
এই সপ্তাহের সব কবিতা। ( কিছু বাদ পড়ে যেতে পারে )
সাজ্জাদ সংগ্রহ -যতখানি অনুবাদ করেছো- তারচেয়ে বেশি প্রশ্রয় দেবোনা
সনেট কবি - আল-বাকী
আহমেদ জী এস - তুই ফেলে এসেছিস কারে ......
মাহবুবুল আজাদ - জীবন জল ছবি হয়ে মিশে থাকে অবশেষের দেয়াল জুড়ে
সেলিম আনোয়ার - আমাদের উড়ে চলা অপ্রতিরোধ্য -সীমাহীন
মুহাম্মাদ খাইরুল ইসলাম - কোলাহল ভুলে যাও
সনজিত -ঘোর
এস.এম এরফান - অবশেষে ভালবাসার ফেরা
জাহিদ অনিক -নারী
টুটুল - পরিবর্তন
নতুন বালক - বিষন্ন সুন্দর
হাবিবুর অন্তনীল - প্রজন্ম
ঋতো আহমেদ - মন্বন্তর
সুদীপ কুমার - ফিরে এসো
রোদেলা - গোধুলির নিমগ্নতা
রোদেলা - নিজস্ব কারা বাস //
মাহমুদ আল ইমরোজ - কবিতাঃ................নষ্ট কলম
শাহেদ শাহরিয়ার জয় - সুখের সাতকাহন!
নয়ন বিন বাহার - না-বোধক!
নীলপরি - তোমার স্টেশনের নাম জানা নেই
শাহারিয়ার ইমন - আসক্তি
সাইন বোর্ড - এতটা শক্ত নয়
শুভবাদী রোদ - তিলত্রয়ীর উপাখ্যান
স্বপ্নবাজ সৌরভ - অনিশ্চয়তা!
বাকপ্রবাস - পঞ্চ ইন্দ্রিয়
মিথী_মারজান - অকুণ্ঠ আব্দার
বেওয়ারিশ পাণ্ডুলিপি - তিন টুকরো কবিতা
রকিব লিখন - অমৃত ঘ্রাণ
মোহাম্মদ বাসার - কবিতা
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - ক্ষণজন্মা
নীলপরি - অনুপ্রবেশকারী নাকি আমার প্রেমিক?
স্বপ্ন সতীর্থ -এই আমিটা
জসীম অসীম - কবিতা: সবিতারা ঢাকা ছেড়ে যাওয়ায় বজ্রসহ বৃষ্টি হবে আজ
এ.এস বাশার - হয়তো বা প্রলাপ
মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ - ধ্বংসের শহরে
আবু রায়হান ইফাত -একটু খানি অভিমান আর দূরত্ব বেড়ে যাওয়া সম্পর্কটি
সাাজ্জাাদ- আমি ও আমার......
রাকু হাসান - ।।বোনু।।কবিতা।।--ভাই বোনের পবিত্র বন্ধনের কবিতা । আামার বোন ব্লগার চঞ্চল হরিণী আপুর স্বরণে লেখা ।
এস এম ইসমাঈল - ক্যামনে পরাণে বাঁচি?
সাহিদুর রহমান তুর্য - --------হিংস্র মানব------
সাহিদুর রহমান তুর্য - সৌন্দর্য কিসে?
সাহিদুর রহমান তুর্য- 'মরুছায়া মরুমন'
উপসংহার- সবার সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২