তারপর, নায়িকার হাতে হাত রেখে অনেকেই যুবক হয়ে উঠেছিল
কারো কারো সত্ত্বা জেগে উঠেছিল বিমুগ্ধ কোলাহলে,
সাহসিকা নায়িকা
বিজয়িনী নায়িকা
জয়দৃপ্তা নায়িকা
নিঃশেষ সমর্পণে আলোকিত হয়েছিল আপন মনস্বিতায়,
অবোধ আলিঙ্গনে দিশেহারা হয়েছিল মদিরা শরীরবৃত্তে।
নৃত্যোৎসবে মেতে উঠেছিল সব কায়াদল নীল মুক্তির স্বাদে
আজানা নেশায় মোহাচ্ছন্ন হয়েছিল নতুন রক্তের উন্মত্ততায়,
নিষিক্ত নায়িকা
শৃঙ্গাররতা নায়িকা
দেহসিনী নায়িকা
কামগন্ধী নায়িকা
যখন মোহ ভাঙল, থামল খেলা, অনেক বেশি দেরী হয়েছিল,
প্রেয়সী ভোগ্যা হয়েছিল নিষিদ্ধ ভোজনোৎসবে করুণ হৃদয়ে।
কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ,
কামিনী নায়িকা
মোহিনী নায়িকা
ক্লান্তিহীন নায়িকা
বিবর্তিত হয়েছিল সদল অসুরের হিংস্র আঁচড়ে নির্মম শ্রীহীন,
নায়িকার অভিসার মাত্রা ছিন্নভিন্ন হয়েছিল, সভ্যতার পূণ্যফলে
একবিংশ শতকের উলঙ্গনাচে!!
ছবি - নেট থেকে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪