সূর্যাসক্ত প্রীতিসজ্জায় কি এক
অন্তরঙ্গ শব্দধ্বনি শুনি,
শুনে আনমনে কেঁপে উঠি,
দেখি সিন্ধুপারের ধূসর পান্ডুলিপিতে
হৃদয়ে দুঃখ ভোলার আলিঙ্গন।
যেখানে বিয়োগান্ত আলোকমালায়
সন্ধ্যাপ্রদীপ হাতছানি দেয়
যেখানে আত্মার নিঃসঙ্গ স্বর বাজে
অশ্রু সুখ হয়
হৃদয় বিলুপ্ত হয়
সঙ্গমিত প্রেমরেখায়।
সূর্যকলার অবিরাম লজ্জা আভায়
যেসব হৃৎপিন্ড প্রিয়তার মগ্নতায়
বিহ্বল হয়ে ওঠে খুব বেশি,
খুব বেশি হৃদয়গ্রাহী
খুব বেশি অনুভূতিশীল
খুব বেশি প্রিয়ময়
হয়ে ওঠে যেসব সহৃদয় সংবাদ
জীবন সত্ত্বার নিগূঢ় অন্তরালে,
সেসব নিশ্চিত একসময় সূর্যগ্রস্থে নিমগ্ন হয়।
সূর্যগ্রস্থ মৃগয়া গােধূলীতে অস্তিত্বময় হয়ে ওঠা
মনোমালিকার এইসব নিবিড়
স্পর্শকাতর মন্থন
অনাগত রাত্রির মতো ধোঁয়াশা,
ছায়াময়, ধূসর কিংবা অন্ধকার!
নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২