ইউরোপের দেশে দেশে : সাইকেলের রাজ্য হল্যান্ড
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইকেলের দেশ হল্যান্ড। আমি অনেক আগে শুনেছিলাম সেখানে সাইকেল খুব বেশি। কিন্তু বেশিরও তো একটা সীমা থাকে। তাই সেই সীমা টা জানার জন্য ইউরোপ সফরের অংশ হিসেবে আমি প্রথমে হল্যান্ডে বেড়াতে যায়। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি একটু ভ্রমন নেশা- ই নেশাগ্রস্থ হয়ে পড়েছি। অনেক আর্থিক অসংগতি থাকার পরও কেন যেন বিভিন্ন দেশ ও শহর ভ্রমনে মন প্রায়ই অস্থির থাকে। হল্যান্ড বেড়াতে যাওয়ার আগে অনেক চেষ্টা করেও সেখানে একজন পরিচিত বা অপরিচিত বাংলাদেশী লোকের সন্ধান যোগাড় করতে পারিনি। যায় হোক ইচ্ছা ছিল হল্যান্ডে যাব তাই যাওয়া। সেখানে এক সপ্তাহ ছিলাম বেশ ভালই লেগেছে। কিন্তু তুলনামুলক সেখানে জীবন যাত্রার ব্যয় খুব বেশি। হল্যান্ডের সমস্ত বাড়িতেই অন্তত পক্ষে প্রতিটি মানুষের জন্য এক বা একাধিক সাইকেল থাকা চাই। আমি কিছু সাইকেলের ছবি ফেসবুক এ পোস্ট করেছিলাম। অনেকেই লিখেছেন হল্যান্ড এর মানুষ গরীব কিনা! সবচেয়ে মজার ব্যাপার হল একেবারে ছোট্ট শিশুরাও তাঁদের বাবা-মা এর সাথে ছোট্ট সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। খুব ভাল লাগার বিষয়! তবে আমার ধারণা ডাচদের বিশ্বাস প্যাডেল ঘুরানোর মধ্যেই সাফল্য আছে। এতে শারীরিক ভাবেও সুস্থ থাকা যায় আবার অন্য সাফল্যও খুঁজে পাওয়া যায়। বিভিন্ন স্থানে পথচারীরা জরুরী প্রয়োজনে প্যাডেলের সাহায্যে তাঁদের মোবাইল, ল্যাপটপ, আইপড ইত্যাদি চার্জ করতে পারে। বলে রাখা ভাল, সেখানে ঐ টারবাইন ঘুরিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদনে খুব বেশি জনপ্রিয়। যাকে উইন্ড মিল বলে থাকি আমরা। আরও লিখা আসবে "ইউরোপের দেশে দেশে" শিরোনামে ঘুরে বেড়ানো সব গুলো দেশ নিয়ে। এখন আমি পর্যটনের দেশ স্পেনে। বন্ধুরা আমার ইচ্ছা আছে আমার ভ্রমনের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট লিখা ও কিছু দুর্লভ ছবি পোস্ট করে। আর ভ্রমন শেষে সময় নিয়ে অনেক বড় আকারে লেখা হবে। আসুন এবার কিছু ছবি দেখে নিই। আর অনুগ্রহ করে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।










সাইকেলের দেশ হল্যান্ড। আমি অনেক আগে শুনেছিলাম সেখানে সাইকেল খুব বেশি। কিন্তু বেশিরও তো একটা সীমা থাকে। তাই সেই সীমা টা জানার জন্য ইউরোপ সফরের অংশ হিসেবে আমি প্রথমে হল্যান্ডে বেড়াতে যায়। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি একটু ভ্রমন নেশা- ই নেশাগ্রস্থ হয়ে পড়েছি। অনেক আর্থিক অসংগতি থাকার পরও কেন যেন বিভিন্ন দেশ ও শহর ভ্রমনে মন প্রায়ই অস্থির থাকে। হল্যান্ড বেড়াতে যাওয়ার আগে অনেক চেষ্টা করেও সেখানে একজন পরিচিত বা অপরিচিত বাংলাদেশী লোকের সন্ধান যোগাড় করতে পারিনি। যায় হোক ইচ্ছা ছিল হল্যান্ডে যাব তাই যাওয়া। সেখানে এক সপ্তাহ ছিলাম বেশ ভালই লেগেছে। কিন্তু তুলনামুলক সেখানে জীবন যাত্রার ব্যয় খুব বেশি। হল্যান্ডের সমস্ত বাড়িতেই অন্তত পক্ষে প্রতিটি মানুষের জন্য এক বা একাধিক সাইকেল থাকা চাই। আমি কিছু সাইকেলের ছবি ফেসবুক এ পোস্ট করেছিলাম। অনেকেই লিখেছেন হল্যান্ড এর মানুষ গরীব কিনা! সবচেয়ে মজার ব্যাপার হল একেবারে ছোট্ট শিশুরাও তাঁদের বাবা-মা এর সাথে ছোট্ট সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। খুব ভাল লাগার বিষয়! তবে আমার ধারণা ডাচদের বিশ্বাস প্যাডেল ঘুরানোর মধ্যেই সাফল্য আছে। এতে শারীরিক ভাবেও সুস্থ থাকা যায় আবার অন্য সাফল্যও খুঁজে পাওয়া যায়। বিভিন্ন স্থানে পথচারীরা জরুরী প্রয়োজনে প্যাডেলের সাহায্যে তাঁদের মোবাইল, ল্যাপটপ, আইপড ইত্যাদি চার্জ করতে পারে। বলে রাখা ভাল, সেখানে ঐ টারবাইন ঘুরিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদনে খুব বেশি জনপ্রিয়। যাকে উইন্ড মিল বলে থাকি আমরা। আরও লিখা আসবে "ইউরোপের দেশে দেশে" শিরোনামে ঘুরে বেড়ানো সব গুলো দেশ নিয়ে। এখন আমি পর্যটনের দেশ স্পেনে। বন্ধুরা আমার ইচ্ছা আছে আমার ভ্রমনের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট লিখা ও কিছু দুর্লভ ছবি পোস্ট করে। আর ভ্রমন শেষে সময় নিয়ে অনেক বড় আকারে লেখা হবে। আসুন এবার কিছু ছবি দেখে নিই। আর অনুগ্রহ করে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।










সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ মোবারক!
ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন! এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পর এসেছে খুশির ঈদ। ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও একসঙ্গে থাকার মুহূর্ত। আসুন,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মিশু মিলন, ৩১ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:২১
একটা উন্মুল ও উন্মাদ সম্প্রদায়। পৃথিবীর ইতিহাসে এমন আর দ্বিতীয়টি নেই। নিজের শিকড় থেকে বিচ্যুত হলে যা হয় আর কী, সুতো ছেঁড়া ঘুড়ির মতো ঘুরপাক খায় আর নিন্মগামী হয়! এমন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৯
গ্লোবাল ব্রান্ডঃ ডক্টর ইউনুস....
রাজনৈতিক নেতাদের সাথে, ক্ষমতাসীনদের সাথে তাদের কর্মী সমর্থক, অনুগতরা ছবি তুলতে, কোলাকুলি করতে, হাত মেলাতে যায় পদ-পদবী, আনুকূল্য লাভের জন্য, নিজেকে নেতার নজরে আনার জন্য। আজ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

বাংলাদেশে এবার অভিনব উপায়ে ঈদ উৎসব উদযাপন করা হয়েছে। ঈদ মিছিল, ঈদ মেলা, ঈদ র্যালী সহ নানা রকম আয়োজনে ঈদ উৎসব পালন করেছে ঢাকাবাসী। যারা বিভিন্ন কারণে ঢাকা...
...বাকিটুকু পড়ুনঈদ মোবারক। ঈদের দিন আপনাদের জন্য আমার একটা নতুন গান শেয়ার করলাম। অনেকগুলো নতুন গানই ইতিমধ্যে আপলোড করা হয়েছে ইউ-টিউবে। ওগুলো ব্লগে শেয়ার করতে হলে প্রতিদিনই কয়েকটা পোস্ট দিতে হবে।

তবে,...
...বাকিটুকু পড়ুন