ইউরোপের দেশে দেশে : সাইকেলের রাজ্য হল্যান্ড
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইকেলের দেশ হল্যান্ড। আমি অনেক আগে শুনেছিলাম সেখানে সাইকেল খুব বেশি। কিন্তু বেশিরও তো একটা সীমা থাকে। তাই সেই সীমা টা জানার জন্য ইউরোপ সফরের অংশ হিসেবে আমি প্রথমে হল্যান্ডে বেড়াতে যায়। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি একটু ভ্রমন নেশা- ই নেশাগ্রস্থ হয়ে পড়েছি। অনেক আর্থিক অসংগতি থাকার পরও কেন যেন বিভিন্ন দেশ ও শহর ভ্রমনে মন প্রায়ই অস্থির থাকে। হল্যান্ড বেড়াতে যাওয়ার আগে অনেক চেষ্টা করেও সেখানে একজন পরিচিত বা অপরিচিত বাংলাদেশী লোকের সন্ধান যোগাড় করতে পারিনি। যায় হোক ইচ্ছা ছিল হল্যান্ডে যাব তাই যাওয়া। সেখানে এক সপ্তাহ ছিলাম বেশ ভালই লেগেছে। কিন্তু তুলনামুলক সেখানে জীবন যাত্রার ব্যয় খুব বেশি। হল্যান্ডের সমস্ত বাড়িতেই অন্তত পক্ষে প্রতিটি মানুষের জন্য এক বা একাধিক সাইকেল থাকা চাই। আমি কিছু সাইকেলের ছবি ফেসবুক এ পোস্ট করেছিলাম। অনেকেই লিখেছেন হল্যান্ড এর মানুষ গরীব কিনা! সবচেয়ে মজার ব্যাপার হল একেবারে ছোট্ট শিশুরাও তাঁদের বাবা-মা এর সাথে ছোট্ট সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। খুব ভাল লাগার বিষয়! তবে আমার ধারণা ডাচদের বিশ্বাস প্যাডেল ঘুরানোর মধ্যেই সাফল্য আছে। এতে শারীরিক ভাবেও সুস্থ থাকা যায় আবার অন্য সাফল্যও খুঁজে পাওয়া যায়। বিভিন্ন স্থানে পথচারীরা জরুরী প্রয়োজনে প্যাডেলের সাহায্যে তাঁদের মোবাইল, ল্যাপটপ, আইপড ইত্যাদি চার্জ করতে পারে। বলে রাখা ভাল, সেখানে ঐ টারবাইন ঘুরিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদনে খুব বেশি জনপ্রিয়। যাকে উইন্ড মিল বলে থাকি আমরা। আরও লিখা আসবে "ইউরোপের দেশে দেশে" শিরোনামে ঘুরে বেড়ানো সব গুলো দেশ নিয়ে। এখন আমি পর্যটনের দেশ স্পেনে। বন্ধুরা আমার ইচ্ছা আছে আমার ভ্রমনের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট লিখা ও কিছু দুর্লভ ছবি পোস্ট করে। আর ভ্রমন শেষে সময় নিয়ে অনেক বড় আকারে লেখা হবে। আসুন এবার কিছু ছবি দেখে নিই। আর অনুগ্রহ করে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।










সাইকেলের দেশ হল্যান্ড। আমি অনেক আগে শুনেছিলাম সেখানে সাইকেল খুব বেশি। কিন্তু বেশিরও তো একটা সীমা থাকে। তাই সেই সীমা টা জানার জন্য ইউরোপ সফরের অংশ হিসেবে আমি প্রথমে হল্যান্ডে বেড়াতে যায়। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি একটু ভ্রমন নেশা- ই নেশাগ্রস্থ হয়ে পড়েছি। অনেক আর্থিক অসংগতি থাকার পরও কেন যেন বিভিন্ন দেশ ও শহর ভ্রমনে মন প্রায়ই অস্থির থাকে। হল্যান্ড বেড়াতে যাওয়ার আগে অনেক চেষ্টা করেও সেখানে একজন পরিচিত বা অপরিচিত বাংলাদেশী লোকের সন্ধান যোগাড় করতে পারিনি। যায় হোক ইচ্ছা ছিল হল্যান্ডে যাব তাই যাওয়া। সেখানে এক সপ্তাহ ছিলাম বেশ ভালই লেগেছে। কিন্তু তুলনামুলক সেখানে জীবন যাত্রার ব্যয় খুব বেশি। হল্যান্ডের সমস্ত বাড়িতেই অন্তত পক্ষে প্রতিটি মানুষের জন্য এক বা একাধিক সাইকেল থাকা চাই। আমি কিছু সাইকেলের ছবি ফেসবুক এ পোস্ট করেছিলাম। অনেকেই লিখেছেন হল্যান্ড এর মানুষ গরীব কিনা! সবচেয়ে মজার ব্যাপার হল একেবারে ছোট্ট শিশুরাও তাঁদের বাবা-মা এর সাথে ছোট্ট সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। খুব ভাল লাগার বিষয়! তবে আমার ধারণা ডাচদের বিশ্বাস প্যাডেল ঘুরানোর মধ্যেই সাফল্য আছে। এতে শারীরিক ভাবেও সুস্থ থাকা যায় আবার অন্য সাফল্যও খুঁজে পাওয়া যায়। বিভিন্ন স্থানে পথচারীরা জরুরী প্রয়োজনে প্যাডেলের সাহায্যে তাঁদের মোবাইল, ল্যাপটপ, আইপড ইত্যাদি চার্জ করতে পারে। বলে রাখা ভাল, সেখানে ঐ টারবাইন ঘুরিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদনে খুব বেশি জনপ্রিয়। যাকে উইন্ড মিল বলে থাকি আমরা। আরও লিখা আসবে "ইউরোপের দেশে দেশে" শিরোনামে ঘুরে বেড়ানো সব গুলো দেশ নিয়ে। এখন আমি পর্যটনের দেশ স্পেনে। বন্ধুরা আমার ইচ্ছা আছে আমার ভ্রমনের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট লিখা ও কিছু দুর্লভ ছবি পোস্ট করে। আর ভ্রমন শেষে সময় নিয়ে অনেক বড় আকারে লেখা হবে। আসুন এবার কিছু ছবি দেখে নিই। আর অনুগ্রহ করে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।










সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ০১ লা মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
হাসনাত, সার্জিসদের নতুন রাজনীতি করনের বয়ান মাটি চাপা পড়ে গেছে তাদের শুভাকাঙ্খীদের দানের গাড়ি আর উপহার সামগ্রীর ব্যবহারে। ফলে, তারা তাদের নৈতিক দিকটি হারিয়ে ফেলেছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

"প্রতিটি গল্প একটি প্রশ্ন নিয়ে জন্ম নেয়।
এই গল্পের প্রশ্ন ছিল— ভালোবাসা কি নিয়ন্ত্রণ চায়?
না কি নিয়ন্ত্রণ চাইলেই তা আর ভালোবাসা থাকে না?" 'ঈশ্বরের ভুল ছায়া' সিরিজের...
...বাকিটুকু পড়ুনকেউ শুনতে চায়না, সবাই শোনাতে চায়....
আত্মকেন্দ্রীক দুনিয়ায় এখন আনন্দ বা দুঃখ হলে ভাগ করে নেবার মানুষের খুব অভাব। ধরুন আপনি একটি আনন্দ সংবাদ ভাগ করে নিতে চান। যাকে বলছেন সে... ...বাকিটুকু পড়ুন


সারাদেশ যখন ভারত পাকিস্তানের ফেকু যুদ্ধ নিয়ে প্রেডিকশন করছে তখন কতিপয় লোক ব্যস্ত সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্ন করতে, কেউ ব্যস্ত অভিনেতা সিদ্দিকুর রহমান কে গণধোলাই দিতে...
...বাকিটুকু পড়ুনআমি যত দূর জেনেছি, ৭০-এর দশকে আওয়ামী লীগের সাথে জাসদের তুমুল মতানৈক্য হয়। পরবর্তীতে, ক্ষমতা হাতে পেয়েই, আওয়ামী লীগ জাসদ নির্মুলে লেগে যায়। কয়েক হাজার জাসদ সদস্যকে হত্যা করে। জাসদের... ...বাকিটুকু পড়ুন