বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ভংগন, গড়ন, সংস্কার এর খবর কম বেশী সবাই জানেন কিন্তু প্রবাসীদের উদ্দোগে নয়া রাজনৈতিক দল!
বিশ্বের বিভিন্ন দেশে বসবাস কারী বাংলাদেশীরা উদ্যোগ নিয়েছেন তারা নিজেরাই একটা নতুন রাজনৈতিক দল গঠন করবেন। এই দলের মূলমন্ত্র হবে 'সকলের অংশগ্রহন, সকলের কল্যান' । দলের সম্ভব্য নাম হতে পারে 'বিডিএস'। অাগামী বছরের প্রথম প্রহরেই দলের অানুষ্ঠানিক ঘোষনার জন্য এখন দ্রুতো দলের মিশন ভিশন তৈরী করা হচ্ছে। পাশাপাশি সদস্য সংগ্রহ ও বাংলাদেশের সচেতন মহলের অাস্থা অর্জনের জন্য দুটি গ্রুপ দেশে ও বিদেশে ছোটাছুটা করছে।
সম্ভব্য নতুন দল জনগনকে বোঝাতে চায় মানুষ এখন ২০০৭এ বসবাস করছে এবং এসময়টা ঙান'বিঙান ও উন্নয়ন এর সময়। অশ্লীল কাদা ছোড়াছুড়ি, দা, কাস্তে, লাঠি, বৈঠার তান্ডব করার সময় নয়।
দল গঠন প্রকৃয়ার সাথে সম্পৃক্ত একজন বলেন, তারা খুব সতর্কতার সাথে মিডিয়ার নজর এড়িয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। কারণ দেশের রাজনৈতিক বাস্তবতায় তারা কোন ঝামেলায় জড়াতে চায় না। তার দাবী মতে, প্রবাসীরা ছাড়াও দেশের শতাধীক সাবেক ক্লিন ইমেজের রাজনীতিক, সচীব, প্রশাসনীক, সাংবাদিক ও ব্যবসায়ীরা রয়েছেন এ প্রকৃয়ার সাথে। এমন কি দু'একজন বিশ্ব পরিচিত মুখও দেখা যেতে পারে। প্রতিনিধির মাধ্যমে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের সাথেও চলছে দেন'দরবার।