ব্লগে আগে থেকেই বেশকিছু আবাল ছিল, এখন আরেকটা নতুন আবালের আমদানী হয়েছে। সবসময়ে জেনে এসেছি রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। মনে হচ্ছে বন্দী হওয়ার আগে কিছু শয়তান বেশী উজায়, অনেকটা মোমবাতি নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠার মতো!!
এদেরকে আবাল কেন বলি একটু ব্যাখ্যা করি। মুখে যা আসে বলা বা অন্যের বিশ্বাসে আঘাত দেয়ার অপর নাম যে ব্যক্তি-স্বাধীনতা কিংবা বাক-স্বাধীনতা না, তা এই মানুষরুপী জন্তুগুলো বোঝে না। এখন এদেরকে আমি যদি আমার বাক-স্বাধীনতার দোহাই দিয়ে জারজ সন্তান বা এদের মা-বাবার কোন ঠিক নাই বলি, সেটা হবে ভয়ংকর অপরাধ এবং কোনভাবেই এটাকে ব্যক্তি বা বাক স্বাধীনতার সংজ্ঞায় ফেলা যাবে না। এই জ্ঞানটা যাদের নাই, তাদের আবাল ছাড়া আর কি বলা যায়?
এই নতুন আবালটার নামের আগে আবার 'কবি' লাগানো, যা ব্লগের কবিকূলের জন্য বেদনার বিষয় বলে মনে হয়। একদিকে এর ইসলাম ধর্মের ব্যাপারে চুলকানী, তার উপরে এর মতের বিরুদ্ধে কিছু বললেই তুমি তুমি করে পাল্টা আক্রমন করে। ব্লগীয় সভ্যতা-ভব্যতার ধার ধারে না। কিছুদিন আগে এক ব্লগার অন্য ব্লগারকে তুমি করে বক্তব্য দেয়ার কারনে ব্যানের সম্মুখীন হয়েছিল। এর এই অসভ্যতা মডারেটরদের চোখ এড়িয়ে গেল কেন, বুঝতে পারছি না। আইন সবার জন্য সমান হওয়া উচিত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উদ্বেগের বিষয় হলো শুধু এই তথাকথিত কবি না, আরো কিছু ব্লগারও ইদানীং এইধরনের অসভ্যতাতে লিপ্ত হয়েছে। মডারেশান প্যানেল যথাযথ ব্যবস্থা না নিলে এই সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে, এটা কোনরকমের সন্দেহ ছাড়াই বলা যায়। সামু'র মতো বুদ্ধিবৃত্তিক চর্চার একটা মাধ্যমের এহেন ফেসবুকীয় চরিত্র ধারন অত্যন্ত হতাশার। এই অবস্থা চলতে থাকলে প্রকৃত সভ্য ব্লগারগন ব্লগবিমুখ হবে, এই কথা নির্দ্বিধায় বলা যায়।
বিভিন্ন কারনে চরম ব্যস্ততার কারনে (যার মধ্যে হাসপাতালে থাকা রাশেদভাইকে নিয়ে ব্যস্ততাও যুক্ত হয়েছে) ব্লগে আসা হচ্ছে না। তবে অফলাইনে মাঝে-মধ্যে চোখ বুলাই। আসলাম, দেখলাম, পড়লাম জাতীয় মন্তব্য করা আমার পক্ষে সম্ভব হয় না, আবার পছন্দের ব্লগারদের পোষ্ট পড়ে সময় করে কায়দামতো মন্তব্য করাও সম্ভব হচ্ছে না। সেজন্যে সংশ্লিষ্টদের কাছে ক্ষমাপ্রার্থী।
এটা মূলতঃ একটা দৃষ্টি আকর্ষণমূলক সাময়িক পোষ্ট। সবার মন্তব্যের উত্তর দেয়া সম্ভব নাও হতে পারে; সেজন্যেও অগ্রীম ক্ষমাপ্রার্থী। আত্মশুদ্ধির মাস এসে গিয়েছে। সবাই ভালো থাকবেন আর ব্যক্তি এবং সমাজ জীবনে শয়তানদের লাফালাফি যেন সব সময়ের জন্য কমে, সেই দোয়া করবেন।
চাও।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৫