somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাফারী পার্কে কয়েকটা ঘন্টা

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গত সেপ্টেম্বরের ২৯ তারিখ রবিবার। আমার জীবনের একটা বিশেষ দিন।

আগেরদিন রাতে মুরগীর মাংস মেরিনেট করে ফ্রীজে রেখে দিয়েছি, আমার দারুন প্রিয় হায়দ্রাবাদী বিরিয়ানী রাধার জন্য। আরও প্ল্যান প্রোগ্রাম আছে, সারাদিনের। রবিবার সকালে নাস্তা করে এককাপ চা বানিয়ে আয়েশ করে একটা সিগারেট ধরিয়েছি মাত্র। এমন সময়ে মোবাইলটা বেজে উঠলো। ক্রিস ফোন করেছে।

কলটা রিসিভ করে বললাম, গুড মর্নিং ক্রিস। কিরে, তোর কোন কাজকাম নাই? এতো সকাল সকাল ফোন দিছস কিল্লাই?

ওপাশ থেকে ক্রিসের উত্তেজিত গলা ভেসে এলো, মর্নিং মফিজ। জলদি তৈরী হও। আমরা আজকে সারাদিনের লাই ডে আউটে যামু রে মামু! ওয়েস্ট মিডল্যান্ডের কিডারমিনিস্টার সাফারী পার্কে!!

আমি বললাম, তুই হাগল নি কোনো? আড়াইঘন্টা ড্রাইভ কইরা ১৩৪ মাইল দুরে যামু! নো চান্স!! আজকে সারাদিনের প্রোগ্রাম আমার ফিক্সড। তুই সাফারীর হাতি দিয়াও আমারে ঘর থিকা বাইর করতে পারবি না।

ক্রিস কাদো কাদো স্বরে বললো, সুজানা যাইতে রাজী হইছে। কিন্তু হ্যাতে একলা যাইবো না, আরেকটা কাপল লাগবো। এহন আমি কাপল কই পাই?

বললাম, জেমস কি করে? হ্যারে কস না ক্যান?

ওপাশ থেকে বললো, তোমার ঘটনা জানি বইলাই আগে ওরে ফোন দিছিলাম। হুমুন্ধির পো সকাল সকাল ওয়েস্ট কোস্টে গিয়া বইসা আছে, সার্ফিং করনের লাই। এহন আমি কি করি? চলোরে বাপ…...তোমার দুইটা পায়ে পরি। সব খরচাপাতি আমিই করবাম নে, আর আমার গাড়ীই নিয়াম নে!!

ঘটনা হলো, মাস তিনেক আগে আমাদের অফিসে সুজানা নামে এক মেয়ে জয়েন করেছে, রোমানিয়ান। মেয়ে তো নয়, যেন আগুনের গোলা! যেমন তার চেহারা….দেহের রং, তেমনি তার দেহের বাক…...আচার-আচরণ। সামনে দিয়ে হেটে গেলে মানুষ নাকি জলপরী বুঝতেই কয়েক মিনিট সময় চলে যায়। কথা বললে মনে হয় কোথাও যেন পিয়ানোর টুং টাং শব্দ হচ্ছে। যেই ওর দিকে তাকায় তারই চোখ ট্যারা হয়ে যায়! এ হেন জলকন্যার সাথে লাইন মারার লোকের কি অভাব আছে! কাজেই, স্বাভাবিকভাবেই, এমন মেয়ে দেখে নোলা ঝরানো হুলা বিড়ালের অভাব নাই অফিসে।

এদিকে আমাদের ক্রিসও একেবারে ফেলে দেয়ার মতো না। একটু প্লাস্টিক সার্জারী আর হাল্কা মেইক আপ দিলে ওকেও হলিউডি সিনেমার নায়ক বলে চালিয়ে দেয়া যায়। অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী একজন মানুষ। এমন একজন মানুষকে ওর বুরবাক জিএফ মাস ছয়েক আগে ডিচ করেছে! সেই দুঃখে বেকুবটা কয়েকদিন বিছানা থেকেই উঠতে পারে নাই। তবে, সেটা এখন অতীত। সুজানার অন্য অনেক প্রণয়প্রার্থীর মতো ওরও বর্তমানে অফিস হলো পার্টটাইম জব। ফুল টাইম জব হলো, সুজানাকে পটানোর তরীকা বের করা। স্বয়নে-স্বপনে-নিদ্রায়-জাগরনে সারাক্ষণ শুধু সুজানার নাম জপে ক্রিস বেচারা। কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো, সুজানাকে বেড়ানোর জন্য রাজী করালো কি করে? যাকগে, সেটা আমার ইস্যু না এই মুহুর্তে। ইস্যু হলো; আমার বউ বলছে, রাখো তোমার হায়দ্রাবাদী বিরিয়ানী। তুমি যদি না যাও, তাহলে কিন্তু এখন থেকে শাস্তিস্বরুপ আমি তোমাকে ‘মফিজ‘ বলেই ডাকবো। আর আমি যাবোই ওদের সাথে, তুমি বাসায় বসে থাকো তোমার প্ল্যান নিয়ে। আমি বললাম, তুমি একা গেলে হবে না। সুজানা বলেছে…….., কথা শেষ করার আগেই বউ আমাকে একটা চোখটিপ দিয়ে বললো, জানি জানি, পাশের বাসার মার্টিনকে বললেই আমার সাথে যাবে!

এরপরে আর কোন কথা থাকে না। এতোটা রিস্ক নেয়া আসলেই রিস্কি হয়ে যায় আমার জন্য। অগত্যা উঠতেই হলো। আমাকে রাজী হতে দেখে বউয়ের সাবধানবাণী ধেয়ে এলো, যাচ্ছো ভালো কথা। কিন্তু সুজানার সাথে কোন রকমের ছ্যাবলামী করার চেষ্টা করবা না। তাইলে কিন্তু তোমার খবর আছে!!

কথা অনেক হলো। চলেন, এবার আপনাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখাই আর বাসিন্দাদের সাথে যতোটুকু পারি পরিচয় করিয়ে দেই।

ঢুকতেই পথ আটকে দাড়ালো থ্রি স্টুজেস। যেন বলছে, খাওন না দিয়া কই যাও।



বউকে বললাম, খাওয়াও। সে বেচারী সাহস করে উঠতে পারলো না। অগত্যা আমিই ডেমো দিলাম। জিরাফের খাবার খাওয়ার কায়দা কানুন আলাদা। হাত থেকে সরাসরি না খেয়ে পুরো হাতটাই মুখে ঢুকিয়ে নিয়ে তারপরে খায়। তবে, ভয়ের কিছু নাই। ওরা কামড় টামড় দেয় না।



এবার সাহস সন্চয় করে আমার বউও খাওয়ালো, তবে সাবধানে। হাত পুরোটা মুখে ঢুকাতে দেয় নাই।



এন্টেলোপদের সমাবেশ।



আমাদের থামতে দেখে বক্তব্য প্রদানরত নেতা এগিয়ে এলো। বউ ইতোমধ্যে জিরাফকে খাইয়ে যথেষ্ট সাহস সন্চয় করে ফেলেছে। কাজেই মেহমানদারীর দায়িত্ব ও-ই নিলো।



কোথাও শান্তি নাই। এখানেও স্বার্থের দ্বন্ধ!



গন্ডার আমাদেরকে একেবারেই পাত্তা দেয়নি।



সাদা সিংহ। এরা নাকি বিলুপ্তির ভয়ে আছে।



এদেরকে দেখে দীর্ঘনিশ্বাস ফেললাম। আমারও বাসায় এভাবে গা এলিয়ে বসে থাকার কথা ছিল।



আবারও বউয়ের মেহমানদারী।



এই পাহাড়ী ছাগলটার ভাবে মনে হলো, আমাকে কিছু বলতে চায়!



দুর থেকে দেখা হস্তী।



এটা কি জানি না। হরিণের কোন প্রজাতি হবে।



এটাকে সবাই চিনেন। আড়ে আড়ে আমাদের দেখছে।



সাদা ক্যাঙ্গারু। এরাও নাকি বিলুপ্তির পথে।



আমাদের প্রিয় বাঘমামা ওরফে রয়্যাল বেঙ্গল টাইগার। উনার এক আত্মীয়ের সাক্ষাতকার নিয়েছিলাম একসময়। পড়তে চাইলে এখানে, বাঘমামার ইন্টারভিউ



শিকা হরিণ।



এই লেপার্ডটার একটা স্থির ছবি নেয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু বিশেষ কোন কারনে উনি খুব উত্তেজিত ছিলেন। এক মুহুর্তের জন্য উনাকে স্থির পাই নাই। অন্তত ২০/২২ টা শট থেকে এটাই সবচেয়ে ভালো পেয়েছি।



ওখানে এ্যকুরিয়ামে অদ্ভুত অদ্ভুত সব মাছ রাখা আছে। তেমনই দু‘টা ছবি।





সাফারী শেষ করে এক রেস্টুরেন্টে ডিনার করলাম। রাগের চোটে কয়েকটা দামী ডিশ অর্ডার করেছিলাম। ক্রিসের শুকনা হাসি দেখে বুঝলাম ওর শরীরে জ্বালাপোড়া হচ্ছে। মনে মনে ভাবছিল নিশ্চয়ই, কলিজা ঠান্ডা কইরা খায়া ল, হালার পো! আমারও দিন আইবো কোন একদিন! তবে আমি গুরুত্ব দেই নাই। আমার সারাদিন বরবাদ করার শাস্তি তো ওকে পেতেই হবে…...তাই না!!!


প্রথম ছবিটা নেট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৭
৪৩টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। সেই এফ-১৬

লিখেছেন শাহ আজিজ, ১০ ই মে, ২০২৫ সকাল ১০:১৪





শর্ত ছিল, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানের জন্যই ব্যবহার করা যাবে। পাক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানগুলির উপর নিয়মিত নজরদারির বন্দোবস্তও ছিল চুক্তিতে। কিন্তু তা ফাঁকি দিয়েই ভারতের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

কেন আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই মে, ২০২৫ দুপুর ১:৪৮


কেন আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই....


ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে কয়েক হাজার মানুষকে গুম-খুন করেছে, লাখ লাখ মানুষকে নিপীড়ন করেছে। সারাদেশে তুমুল বেগে লুটপাট চালিয়েছে এবং... ...বাকিটুকু পড়ুন

অদৃষ্ট (ছোটগল্প)

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১০ ই মে, ২০২৫ দুপুর ২:১৯



বাসা থেকে বের হওয়ার সময়ই আব্বার সাথে দেখা। আমাদের পুরাতন ঢাকার এই জীর্ণ পুরাতন বাড়ির একটাই ভালো দিক, মাঝখানে একটা পেয়ারা গাছ নিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল উঠান। পেয়ারা গাছের নীচে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির রাজনৈতিক ভবিষ্যত কি?

লিখেছেন মেঠোপথ২৩, ১০ ই মে, ২০২৫ বিকাল ৩:৪৯

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি নামে যে দল গঠন করেছিলেন, তা থেকে বিএনপির অবস্থান যোজন যোজন দুরত্বে। তবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে সুশাষন প্রতিষ্ঠিত না করলেও বিএনপির বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

মিন্টু রোডে গণজমায়েতের ভিডিও (৪কে)

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই মে, ২০২৫ রাত ৮:৩৩

শুক্রবারের প্রথম প্রহরের দিকে পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলো তখন আমি কম্পিউটারে টুকটাক কিছু কাজ করছিলাম। হঠাৎই একটা সংবাদ চোখে পড়লো, গভীর রাতে জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম সরকারি বাসভবন যমুনার... ...বাকিটুকু পড়ুন

×