ছাত্ররাজনীতির নেতৃত্বে অছাত্ররা:
বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বয়স এখন প্রায় ৪৭। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১৭১ সদস্যের মধ্যে ১০৩ জনই বিবাহিত। তাঁদের মধ্যে ছয়জন সহসভাপতি, চারজন সদস্যসহ ৩০ নেতার সন্তানেরা স্কুলে যায়। কেন্দ্রীয় কমিটির ১৭১ জনের মধ্যে ১৫০ জনেরই ছাত্রত্ব নেই। ১০২ জনের বয়স ৩৫-এর ওপরে।
একই অবস্থা ছাত্রলীগে: এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান ১৯৯৩ সালে এবং সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী ’৯৪ সালে এসএসসি পাস করেন। সভাপতির মাস্টার্স শেষ হয় ২০০১ সালে। সাধারণ সম্পাদকের মাস্টার্স শেষ হয় ২০০৪ সালে। গঠনতন্ত্র অনুযায়ী ২৭ বছরের বেশি বয়সের কারও ছাত্রলীগে থাকার কথা নয়। ২০০৬ সালের সম্মেলনে সেই বয়স বাড়িয়ে ২৯ করা হয়। কিন্তু দুজনেরই বয়স এখন ৩৫-এর কোটায়। এই কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি অবৈধ।
আরেকটি কার্টুনঃ
Click This Link