ভ্রমণে খরচ কমানোর কিছু উপায়ঃ (ভ্রমণ প্রিয় মানুষরা এটা পড়ে নিতে পারেন একবার,এই জীবনে চলতে ফিরতে- ঘুরে বেড়াতে অনেক কাজে দিতে পারে)
ভ্রমণের আগে তো আপনার বাজেটের একটা পরিকল্পনা থাকবেই, তখন আপনি যতটা সম্ভব আপনার বাজেট কমিয়ে আনবেন। এই স্বল্প বাজেট থেকেও কিছু টাকা বাঁচিয়ে ফেরা যায় কিনা সেই চেষ্টাও আপনি করে দেখতে পারেন।
প্রথমতঃ আগে টিকিটের দামটা কমিয়ে নিন
প্রথমত এমন একটি সময় বেছে নিন যে সময়ে আপনি কম খরচে ডিসকাউন্ট নিয়ে ভ্রমণ করতে পারবেন। এভাবে টিকিটের দাম কমিয়ে আনার চেষ্টা করুন বিভিন্ন কোম্পানির দেয়া ডিসকাউন্ট নিয়ে। অনেক সময় ভ্রমণের অফ-সিজনে পরিবহন কোম্পানি ভাড়া কমিয়ে দেয়। সেটা বাস, ট্রেন, প্লেন সকল কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য।
দ্বিতীয়তঃ অনলাইনে টিকিট বুকিং এর চেষ্টা করুন
কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে, সময় নষ্ট করে টিকিট না কিনে সম্ভব হলে অনলাইনে টিকিট বুকিং এর চেষ্টা করুন। এতে আপনার সময় বাঁচবে, কষ্ট বাঁচবে, টিকিট কিনতে যাওয়ার সময় যে যাতায়াত খরচটা হওয়ার কথা সেটা বাঁচবে এবং সবচেয়ে বড় কথা আপনি কিছু ডিসকাউন্টও পেতে পারেন। অনেক সময়ই পরিবহণ কোম্পানিগুলো তাদের ওয়বসাইট থেকে টিকিট বুকিং দিলে কিছু ছাড়ের ব্যবস্থা রাখে।
তৃতীয়তঃ ডিসকাউন্ট না পেলেও যাওয়া-আসার ভাড়া কমিয়ে আনার চেষ্টা করি
সিনেমা তো দেখেন? সেখানে নিশ্চয়ই দেখেছেন নায়ক-নায়িকার কাছে গাড়ি ভাড়া করার কোন উপায় থাকে না, অথবা লিফট পায় না তখন সে ট্রাকের পেছনে, বাসের ছাদে করে রোমান্টিক ভ্রমণে যায়! আপনাকে এমনভাবে নায়ক নায়িকা হতে বলছি না! তবে আপনিও চাইলে ভাড়া টা কমিয়ে নিয়ে আসতে পারেন। এসি বাসের জায়গায় নন-এসি বাসে গিয়ে অথবা প্লেনে বিজনেস ক্লাসে না গিয়ে ইকোনমিক ক্লাসে গিয়ে অথবা বাসের বদলে ট্রেনে গিয়ে। দুরপাল্লার যাত্রায় বাসের তুলনায় ট্রেনের ভাড়া কম হয় সাধারণত।
চতুর্থতঃ ট্যুরিস্ট স্পটে গিয়ে যানবাহন খরচ কমান
ভাড়া কমিয়ে আপনার লক্ষ্যের জায়গায় তো পৌঁছে গেলেন, কিন্তু সেখানে গিয়ে নিশ্চয়ই আপনি অনেক টাকা খরচ করে যানবাহনে উঠবেন না! সেখানেও চেষ্টা করুন খরচ একটু কমিয়ে আনতে।
-যেসব জায়গায় ভ্রমণ করবেন তার খুব কাছে থাকার ব্যবস্থা করুন যাতে কম ভাড়ায় অথবা হেঁটেই আপনি আপনার ঠিক করা জায়গায় পৌঁছে যেতে পারেন।
-স্থানীয়দের সাথে লোকাল বাস বা ট্রেনেও ভ্রমণ করতে পারেন। এতে আপনার খরচটাও কমে আসবে।
-আপনি চাইলে গাড়ি ভাড়া করে নিতে পারেন, অথবা মোটরসাইকেল ভাড়া করতে পারেন। খরচ আরেকটু কমাতে চাইলে বা দূরত্ব কম হলে ভাড়া নিতে পারেন একটি সাইকেলও। আর নিজেই যদি চালান এই যানবাহনগুলো তাহলে ড্রাইভারের খরচ থেকেও বেঁচে যাবেন আপনি।
-আর যেখানে যাচ্ছে সেখানে যদি আপনার পরিচিত কেউ থাকে অথবা আত্মীয়-স্বজন থাকে তাহলে তাদের ব্যক্তিগত যানবাহনও আপনি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে তাদেরকে উপযুক্ত খরচ দেয়ার কথা ভুলবেন না যেন!
আপনি চাইলে এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, তারাও জানুক বিষয় গুলো ।
মাঝে মধ্যে ভ্রমণ বিষয়ক নতুন নতুন টিপস/পরামর্শ পোস্ট করবো, আশা রাখি আপনাদের উপকারে আসবে
টিওবি থেকে পাওয়া।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১