বাংলাদেশ এর একমাত্র #ডিজিটাল_বিশ্ববিদ্যালয়...! আমাদের গর্বের BUTex
শুধু বাংলাদেশ এরই না, সারা বিশ্বের একমাত্র ডিজিটাল বিশ্ববিদ্যালয় আমাদের এই BUTex(সম্ভবত)...
...কারন একমাত্র আমরাই আমাদের বিশ্ববিদ্যালয় দিবস ডিজিটালভাবে পালন করি...
... এখন আমরা সবাই মিলে আসেন নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করে ডিজিটালি পালন করি আমাদের #ভার্সিটি_ডে... দেশকে ডিজিটাল করার জন্য এটা অনেক বড় একটা পদক্ষেপ... আশা করি আর সব বিশ্ববিদ্যালয় ও এই নীতি অনুসরণ করবে... আশা করি #ইউজিসি থেকেও একদিন এই প্রজ্ঞাপন একদিন জারি হবেই হবে... সেদিন সবার মুখে মুখে আমাদের বুটেক্স এর নাম উচ্চারিত হবে যে বুটেক্স এর স্টুডেন্ট দের সাহসী পদক্ষেপেই এটা সম্ভব হয়েছে...
...এখন আমরা আমাদের জুনিয়রদের কাছে গর্ব* করে বলতে পারি যে একসময় আমরা এরকম জাঁকজমক ভাবে আমাদের বুটেক্স এ #বিশ্ববিদ্যালয়_দিবস পালন করতাম...
...আমাদের বুটেক্স এর আর সব ব্যাপারে পান থেকে চুন খসা ত দুরের কথা পান থেকে চুন খসার উপক্রম হলেই আন্দোলন হয়... কিন্তু কোন এক অজ্ঞাত** কারণে আমাদের ভার্সিটি কতৃপক্ষ যখন কয়েক বছর থেকে এই বিশ্ববিদ্যালয় দিবস পালনে হতে দিচ্ছে না তখন আমরা চুপ... আমরা সবাই চুপ... ইভেন এর প্রতিবাদ কেউ করতে গেলেও শুনেছি তাকেও নাকি কথা শুনতে হয়েছে।
অনেক আশা ছিল ভার্সিটি লাইফের ভার্সিটি ডে টা পালন করতে পারব, আবার পারব সারা ঢাকা শহর নাচে গানে ট্রাকে ঘুরে মাত করে দিব, কিন্তু সে আশা কি আর পুরন হবার? মানুষের সব আশা কি সব সময় পুরন হয়? হয় না... সো, লেট ইট গো...
সব শেষে একটা কথা বলি, শুধু অনেক টাকাপয়সা থাকলেই হয় না, টাকাপয়সা খরচ করার মত মন থাকতে হয়।
[* = লজ্জা...]
[** = সবার জানা...]
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭