দরজাতে দাঁড়িয়ে...তাকিয়ে কেঁদেছিলে
মন উদাস চোখে পানি....তবু তুমি হেসেছিলে
চলে গেলে একা, আমি....বসে বসে ভাবছি আজ
হবে কি দেখা আর....এ জীবনে তোমার… আমার….
আমি দূর থেকে দেখছি তোমায়….
গোপনে…গোপনে…..
যার চোখে তাকিয়ে....নীরবতায় হেসেছিলাম
দিন যেত অগোচরে....কথা বলে অনভূতি
মন নিয়ে চলে গেলে....একা আমি ভাবছি আজ
হবে কি দেখা আর....এ জীবনে তোমার… আমার….
তুমি দূর থেকে দূরে যাও....আমি থাকবো তোমার
কোনদিন যদি পরে মনে....তাকিয়ে দেখো এক পলকে
আমি দূর থেকে দেখছি তোমায়
গোপনে….গোপনে….
ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১:৩৬