’৭১ এর যুদ্ধাপরাধ-এর দায় কি শুধু জামায়াতের? কখনই নয়। এর সাথে যুক্ত ছিল এ দেশের কথিত কওমী বা দেওবন্দী গোষ্ঠীও। যারা প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ যুগিয়েছে মানবতা বিরোধী কর্মকাণ্ডসমূহের। অথচ আজকাল কওমী-দেওবন্দী গোষ্ঠীটি যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে শুধু জামায়াতের দিকেই আঙ্গুল তুলে দেয় এবং নিজেরা সেজে বসে রেডিমেট মুক্তিযোদ্ধা।
বলাবাহুল্য এই গোষ্ঠীটির সেই সময়কার হর্তা-কর্তাদের অধিকাংশই ’৭১-এ জামায়াতের অনুরূপ যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিল। যেই এলাকায় জামায়াতের অস্তিত্ব ছিল না, সেখানে শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর দয়িত্ব নিজ কাঁধে তুলে নিত কওমী মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। যাদের সহায়তায় ’৭১-এ করা হয় বহু খুন ধর্ষণ ও লুটতরাজের মত ওয়্যার ক্রাইম ।
১)
কওমী দেওবন্দীদের নেতা কথিত হাফেজ্জী হুযূর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন বিচ্ছিন্নতাবাদী বলে উপাধী দেয় (দৈনিক পাকিস্তান, ৩রা জুন, ১৯৭১)
২) গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দদের তালিকায় বাংলাদেশ জেনোসাইড আর্কাইভেও রয়ে গেছে: মওলানা মোহাম্মদ উল্লাহ, (হাফেজ্জী হুজুর) সভাপতি, খেলাফত আন্দোলন, গ্রাম-সোহাগপুর, থানা-বেলকুচি, পাবনা-----এর নাম।
৩) উল্লেখ্য: সিলেটের যে সমস্ত এলাকায় শান্তি কমিটি ও রাজাকারবাহিনী গঠন করা হয়েছিল, প্রায় সবই হয়েছিল দেওবন্দী সিলসিলার বা নিখিল ভারত জমিয়তে উলামায়ে হিন্দের (দেওবন্দ) উত্তসুরী ‘পূর্ব পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম’ নামক দলটির উদ্যোগে। এ দলটির পশ্চিম পাকিস্তান শাখার নেতৃত্বে ছিলেন মুফতী মাহমুদ ও পূর্ব পাকিস্তান শাখার নেতৃত্বে মৌলানা মহীউদ্দীন।
৪) ভারত জমিয়তে উলামায়ে হিন্দের (দেওবন্দ) উত্তসুরী ‘পূর্ব পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম’ নামক দলটির রাজাকার গিরি:
**** অনেকে বলতে পারেন: কওমী রাজাকারদের অনেকে যেমন হাফেজ্জী হুযুর তো মারা গেছে। তার বিচার হবে কি করে?
উত্তর হচ্ছে: এই কওমী রাজাকারা যাদের হত্যা, ধর্ষণ, সম্ভ্রমহরণ করেছে তারা তো তাদের ক্ষমা করেনি। তাহলে আমরা এদের ক্ষমা করব কিভাবে?
নাৎসী যুদ্ধাপরাধীদের যেমন কবর থেকে তুলে বা কবরের গায়ে আঘাত করে বিচার করা হয়েছিল তেমনি এই মৃত কওমী রাজারকারদেরও অনুরূপ কায়দায় বিচার করতে হবে, দিতে হবে অনুরূপ শাস্তি।
লিঙ্কসমূহ:
১) http://forum.projanmo.com/topic17911.html
২) http://www.genocidebangladesh.org/?p=304
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০১