ছাত্রলীগের ভেতরে বিএনপি-জামায়াতের অনেক নেতা ঢুকে পড়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি-জামায়াতের সদস্যরা অরাজকতা সৃষ্টি করছে।
গতকাল ঢাকা মহানগর ছাত্রলীগ (উত্তর) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাহারা খাতুন বলেন, সরকারি দলের মধ্যে অন্য দলের নেতারা ঢুকে পড়ে সরকারি দলের নামে টেন্ডারবাজি-চাঁদাবাজি করছে। এদের থেকে ছাত্রদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাহারা খাতুন বলেন, টেন্ডারবাজ, চাঁদাবাজ, যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে আমাদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ছাত্রলীগ নেতাদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শও দেন তিনি। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট মিলে যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে মাথাচাড়া দিতে চাচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াত জোটের সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিতে হবে।
মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল, অ্যাডভোকেট ফজলে নূর তাপস এমপি, প্রধানমন্ত্রীর সহকারী সাইফুজ্জামান শেখর, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সহসভাপতি গোলাম সারোয়ার কবির প্রমুখ।