এখনও আকাশে মেঘের বাড়াবাড়ি
সুযোগ পেলেই বৃষ্টিরা দেয় হানা
কাদাজলে হাবুডুবু খাচ্ছে পথের গাড়ি
ইচ্ছে করে উড়ে যাব মেলে দুখান ডানা।
জ্যামে পড়ে ছেলেমেয়ের মেজাজ ভীষণ চড়া
ছন্দতালে যেই শুনালাম তিন তিনটে ছড়া
বলল তারা ছন্দতালে চলতো যদি গাড়ী
এতক্ষণে পেৌঁছে যেতাম দাদা-দাদির বাড়ি।
কিন্তু সময় স্থান ও কাল মানছে না যে ছন্দ
চলতে পথে এই শহরে এমনই হাজার দ্বন্দ্ব।
হঠাৎ দেখি হেলেদুলে চলছে আমার গাড়ি
ছেলেমেয়ে বলল এসে, দিয়ে এলাম ঝাড়ি!!
দুঃখ কষ্ট তাড়িয়ে দিয়ে জাগবে ঈদের খুশি
ঈদ আনন্দ ঘরে ঘরে মনের ভেতর পুষি।।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫