এই মাত্র নীল ভোমরা এর লেখা "সেই সময়" পরলাম। কমবোঝা পাঠক হিসাবে সকাল বেলাই মনটা ভাল লাগায় ভড়ে গেল। নিজের মন্তব্য করার অধিকার না থাকায় বাধ্য হয়ে এখানে দু কলম লেখা।
তাৎ কালীন বাবু সমাজকে জানার আগ্রহ থেকে পড়লে বোঝা যাবে নীল এর লেখাতা। ভীষণ ভাবে মনে পরে জমিদার কালী প্রসন্ন সীং এর " হুতোম প্যাঁচার নকশা "। ১৮৪০ থেকে ১৮৬০ কে যেভাবে নিয়ে এসেছে আমাদের কাছে তাতে ধন্যবাদ প্রাপ্য কালী প্রসন্ন সীংএর। ধন্যবাদ প্রাপ্য বর্তমান লেখকেরও।শুধু মাত্র ভাষা র মাধ্যমে একটা নির্দিষ্ট সময় কে তুলে ধরার মতও কঠিন কাজটা সুচারু রূপে করার জন্য তাঁর।
সময় কে প্রতিনিধিত্ব করার মতও ভীষণ গতিশীল লেখার আশায় আমার মত অনেকে আপেক্ষায় আছি।
কৌতুহোলীদের জন্য সেই সময় এর আসল পোস্ট এর লিঙ্ক নিচেঃ
সেই সময়