আর্তনাদের গল্প
অদ্ভুত জীবন চক্র গুলো
গোলামি করার সংগ্রাম গুলো
হইত মাণূষ নয়, পশু ও নয়
অনেকটা নতুন কিছু, কিংবা এলিয়েন
তাইতো বাঁচার অধিকার তোমার কাছে মূল্যহীন হইত
আমার মতো ফুল গুলো ফোটার বোহূ আগে ঝোড়ে পড়ে
চিড়ে চ্যাপ্টা হই প্রতিনিয়ত
কেও আমরা প্রিয়তমার মুখ দেখে বেড় হই
কেও আমরা সাথে করে বেড় হয়ই
লাশ হইয়ে যাই শুধু
বোবা কান্না গুলো সঙ্গী হয় চারপাশের আলো বাতাসের
যুগল জোড়া একসাথে ঘুমিয়ে থাকে
সমাধি ফলক শুধু সভ্যতাকে অভিসম্পাত করে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫