‘প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিমুখ হাসিমুখে আনন্দধারা... তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই... হেঁটে হেঁটে বহু দূর বহু দূর যেতে চাই...’ গানটি গেয়ে এ প্রজন্মের তরুণ তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠে শিরোনামহীন। শুধু এই গানই নয়, শিরোনামহীন ব্যান্ডের এমন অনেক গানই ছুঁয়ে গেছে তরুণ-তরুণীর হৃদয়।
বর্তমানে ব্যান্ডের ৫ম অ্যালবাম মুক্তির প্রস্তুতি নিচ্ছে শিরোনামহীন। টানা দুই বছর সাধনায় এ অ্যালবামের কাজ শেষ করেছে তার। ব্যান্ডের নামেই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘শিরোনামহীন’।
‘আচ্ছা ঠিক আছে’, ‘কিছু কথা’, ‘আবার হাসিমুখ’ ও ‘আততায়ী’ সহ মোট ১০টি গান নিয়ে সাজিয়েছে এবারের অ্যালবামটি। গানের কথা লিখেছেন যথারীতি ব্যান্ডের সদস্যরা। সুর ও সংগীত পরিচালনা করেছেন নিজেরাই। গতবছর মর্ডান ইন্সট্রুমেন্টের সহযোগে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’ বের করে তারা আলোচনার ঝড় তোলেন।
নতুন অ্যালবামটি নিয়ে ব্যান্ড সদস্য তুহিন বলেন, নাগরিক জীবনের প্রতিনিয়ত ঘটে যাওয়া বিষয়গুলোকে উপলব্ধি করেই গানগুলো লেখা হয়েছে। আগের ৪টি থেকে আলাদা করার চেষ্টা করেছি এবারের অ্যালবামটি।
গানটির মূল কাহিনী নিয়ে জিয়া বলেন, 'গানটির প্রথম দৃশ্যে দেখা যাবে একটা চরিত্র উঁচু বিল্ডিং থেকে আত্মহত্যার জন্য নিচে ঝাঁপ দিয়েছে। পর্দায় দেখা যাবে সে নিচে পড়ে যাচ্ছে, ওই সময় নগর জীবনের নানা আয়োজন দিয়ে সাজানো বিল্ডিংয়ের ফ্লোর দেখতে পাবে। মাটি ছোঁয়ার আগ পর্যন্ত এ দৃশ্যটুকু স্লোমোশনে দেখানো হবে। গানটির শেষ দৃশ্যে মাটিতে পড়ে চরিত্রটির মৃত্যু হবে।' ভিডিওটি নির্মাণের সার্বিক পরিকল্পনা ও পরিচালনার দায়িত্ব পালন করছেন জিয়া।
গানের লিরিকঃ
আবার হাসিমুখ
কথা ও সুরঃ জিয়া
সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ,
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।
রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।
বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।
ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।।
বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর …………
গানটির অডিও লিঙ্ক
ABAR HASHIMUKH- SHIRONAMHIN AT JU CAMPUS - YouTube:
এলবামটির অপেক্ষায় আছি...