যারা ইন্টারনেটে আয় নিয়ে একটু হলেও গুতোগুতি করেছেন তারা নিশ্চয় গুগল এডসেন্সের নামটা একবারের জন্যে হলেও শুনেছেন! তার কাজ কি জানেন? আচ্ছা তার আগে বলুন টিভিতে এড দেখেছেন তো, তারা কেন এড দেয়? উত্তর সিম্লল, আপনি নিশ্চই বুঝে গিয়েছেন যে এর মাধ্যমেই তাদের আয় হয়। তেমনি পৃথিবীর বাঘা বাঘা নামীদামী কোম্পানীগুলো তাদের প্রোডাক্টের পরিচয় সকলের কাছে পৌছে দিতে নামীদামী সকল ওয়েবসাইট যেমন গুগল, ইয়াহু, ফেসবুক এর মাধ্যমে এড দেয়, এবং সে এড প্রদর্শনের মাধ্যমে তারা বিরাট অংকের টাকাও পায়। গুগল সেই এড প্রদর্শনের মাত্রা বাড়াতেই এডসেন্স নামক সার্ভিসটি চালু করে। এতে করে আপনি আপনার ওয়েবসাইটে গুগলের দেয়া লিঙ্ক শেয়ার করে এড প্রদর্শন করবেন এবং সেই এড এ যদি অন্য কেউ ক্লিক করে তবে আপনি এড অনুযায়ী ক্লিক প্রতি একটা নির্দিষ্ট টাকা($.10-$5) পর্যন্ত পাবেন। অল্পকথায় এই হল এডসেন্সের কাজ। কিন্তু কি হবে যদি আপনার নিজস্ব কোন ওয়েবসাইট না থাকে?
এতদিন এটা সম্ভব ছিলনা কিন্তু এখন সম্ভব। আপনি আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমেই কাজটা করতে পারবেন।
সাদামাটা ভাষায়ঃ যারা আপনাকে এই আয়ের সুযোগ করে দিচ্ছে তারা Ad Goggle. কাজটি হল প্রথমে আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পদ্ধতি খুবই সোজা, শুধু এই লিঙ্কে গিয়ে Sign up using facebook চাপুন। তারপরের কাজ খুবই সোজা, যেভাবে ষ্ট্যাটাস আপডেট করেন সেভাবে আপনাকে তাদের অ্যাড পোষ্ট করতে হবে এবং তা আপনি আপনার ফেসবুক ওয়ালেও পারবেন। যত পোষ্ট আর যত অ্যাড ভিউ (অন্যরা আপনার অ্যাড ভিউ করবে), তত ইনকাম! ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়া এ কোম্পানি এ বছরের সেপ্টেম্বরে আরও নতুন মাত্রা যোগ করবে বলে আশ্বাস দিয়েছে। আরেকটি বড় মজার কথা হল, আপনি এখানে মোবাইলের মাধ্যমেও অ্যাড-পোস্টিং করতে পারবেন! নির্দিষ্ট কোন পরিমান নেই, তাই আপনি এক দিনে যত খুশি অ্যাড ভিউ কিনবা আপনার ওয়ালে অ্যাড পোষ্ট করতে পারবেন।
তাদের ফ্রিকোয়ন্টলি আন্সার্ড কোয়েসচন FAQ থেকে আরো বিস্তারিত জানতে পারবেন।
কোম্পানির ভাষায়ঃ How does AdGoggle makes money?
AdGoggle makes money by sharing a percentage of all advertising dollars it receives with its network of users. AdGoggle utmost priority is to build and reward its user network. So AdGoggle only makes money when its users are paid, retaining a percentage of the advertising dollars it receive to cover its costs and to show a profit.
আপনার বন্ধুদের কে বলবেন তারা যেন আপনার ওয়ালের অ্যাড শুধু প্রতিদিন একবার ভিউ করে । তেমনিভাবে আপনিও আপনার বন্ধুদের ওয়ালের অ্যাড ভিসিট করে তাদের আয়ের সুযোগ করে দিবেন। মনে রাখবেন এখানে প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী। অ্যাকাউন্ট বিনামূল্যে ওপেন করতে ক্লিক করুন adgoggle.com
সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির একটি শর্ত হচ্ছে কমপক্ষে ১০০ জন রেফার করতে হবে। তারাই হবেন স্টার মেম্বার। ১০০ জন না করতে পারলেও তারা সেপ্টেম্বর থেকে পে-আউট করতে পারবেন। আর করতে পারলেত আপনার আয় আরও বেড়ে যাবে! তার জন্য আপনি যা করতে পারেনঃ ফেসবুকে আপনার ইউনিক লিংক (আপনি অ্যাকাউন্ট করলেই পাবেন) বন্ধুদের সাথে শেয়ার করবেন। তারপর আপনার ওইসকল রেফারার থেকেও আপনি ইনকাম পাবেন।
কোম্পানির সম্পর্কে ঘেটে দেখলাম তাদের মূল টার্গেট হচ্ছে Worldwide এর প্রসার করা। পেমেন্ট ওয়ে বর্তমানে পেপাল আছে। বাংলাদেশের জন্য Payza করার প্রসেস হচ্ছে, তারা বলল সেপ্টেম্বরের মধ্যে ১০০০+ ইউজার করাতে পারলে তারা Payza দিবে।
অ্যাকাউন্ট ওপেন করবেন এক আইপি থেকে একটা। অ্যাকাউন্ট অবশ্যই ফেসবুকে এর সাহাজ্জে ওপেন করবেন। ফেসবুক প্রোফাইল যথা-সম্ভব রিয়েল থাকলে ভালো। নামটা আকাশ-বাতাস না দিয়ে আপনার নামে হলেই খুব ভালো হয়। আপনার ফেসবুক লগিন করে নিম্নক্ত এখানে যান- তারপর Signup With facebook দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করুন। ছোট্ট একটা অ্যাপ (যা আপনি অ্যাড পোষ্ট কাজ করতে লাগবে) অনুমোদন চাইবে। দিয়ে দিন। বাস। আপনার অ্যাকাউন্ট তৈরি। আপনি এরপর আপনার ইউনিক লিংক টি ছড়িয়ে দিন। অন্যকেও অ্যাকাউন্ট ওপেন করতে উৎসাহিত করুন। আবারো মনে রাখবেন, কেউ কারো প্রতিযোগী নয়, সহযোগী। সবাইকে এখানে একটা এক্সচেঞ্জ এর আওতায় আসতে হবে।
প্রতি অ্যাড পোষ্ট করলে পাবেন 10 Cents আর প্রত্যেকে আপনার অ্যাড ভিউ করলে পাবেন প্রতি অ্যাড এর জন্য 3 Cents. এখানে অ্যাড পোষ্ট করলেও আয় পাবেন, ভিউ করলেও পাবেন। অবশ্যই এটা খুব ভালো একটা ফিগার (আমার মতে)! আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে দিন। আশা করি টাকা দিয়ে কোথাও অ্যাকাউন্ট খোলার চেয়ে এটা ব্যবহার ব্যাপক সাড়া ফেলবে। ওদের সাইটে ওদের মার্কেটিং প্লান নিয়ে ছোট্ট একটি ভিডিও আছে। দেখলেই বাকি সব বুঝবেন আশা করি।
বিঃ দ্রঃ আজকাল আপনাদের অনলাইনে আয় নিয়ে বলতেও কেমন যেন লাগে!! সত্যি বলতে এটা কোন এম এল এম না কিংবা পি টি সি সাইট না যেখানে টাকা দিয়ে রেজিষ্ট্রেষন করতে হবে। এমনকি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানও না, UK’র। জানানোর ইচ্ছে ছিল তাই জানালাম কিভাবে আপনি আন্তর্জাতিক বিজ্ঞাপন পোষ্ট করে প্রতিদিন অসীম আয় করতে পারবেন(অসীম আয়, তাই বলে লাখ লাখ ডলার না!) তবে চেষ্টা করলে ভালো কিছু পাওয়া সম্ভব। আর যেখানে রেজিষ্ট্রেশন করতে কোন টাকা লাগছে না কিংবা এর পরও কোন ধরনের ইনভেষ্ট করার প্রয়োজন নেই সেখানে চেষ্টা করতে দোষ কিসের?
এত কিছু লিখে জানালাম, এবার বলেন আমার রেফারাল লিঙ্কটা ব্যবহার করাটা কি খুব দোষের কিছু হবে?
