
এখন গল্পটা বলি,
এক দেশে নামকরা দুইজন চিত্রকর ছিলেন, তারা এমনই সব ছবি আঁকতেন যে পশু পাখি কি, মানুষ পর্যন্ত ছবিগুলা দেখে বাস্তব বলে ভু...ল করত। একদিন তাদের নিয়ে কথা উঠল যে কে বেশী ভাল ছবি আঁকে। এই নিয়ে দুই চিত্রকর এর মাঝে প্রায় ঝগড়া শুরু হয়ে যাবার মত অবস্থা হয়ে যাচ্ছে দেখে এক বুদ্ধিমান লোক এসে বলল,
আপনারা দুইজন এভাবে ঝগড়া করলে তো আসল ফলাফল জানা হবে না তার চে বরং এক কাজ করুন, দুইজনই একটা করে সর্বোচ্চ সুন্দর চিত্রকর্ম তুলে ধরুন, তাতেই আপনাদের পারদর্শীতা প্রমান হবে। তারা দুজনেই রাজী হলেন, তাদের দুজনকেই পাঁচ দিন করে সময় দেয়া হল।
প্রতিযোগীতার দিন নির্দিষ্ট সময়ে দুজন তাদের চিত্র কর্ম নিয়ে হাজির হল। প্রথম চিত্রকর যে শিল্পকর্ম বের করলেন তা হল কিছু আকর্ষনীয় ফলের চিত্রকর্ম। ফলগুলো দেখতে এতটাই বাস্তব লাগছিল যে কিছুক্ষন পর পাখি এসে সেগুলোকে আসল ফল ভেবে ঠুকরাতে লাগলো। শিল্পীর এমন নিখুত চিত্রকর্মে সবাই বাহবা দিতে লাগল।
এদিকে আসল দ্বীতিয় চিত্রকর এর পালা, সে তার চিত্রকর্ম উন্মোচন করার সাথে সাথে প্রথম চিত্রকর অতি আগ্রহ নিয়ে সেটার পর্দা উন্মোচন করতে গেল, কিন্তু সেটা উঠানোর চেষ্টা করতেই বুঝল যে এটা শুধুই একটা পর্দার ছবি যেটা দেখে সে নিজেই আত্মহারা হয়ে গেল এবং দ্বিতীয় চিত্রকরকে উপহাস করে বলল যে, এই তোমার চিত্র?!!!
কি আছে এতে যে আমার চিত্রকর্মের সাথে পাল্লা দিতে পারে?
ঠিক তখন বিচারক প্রথম চিত্রকর কে বললেন, আপনার চিত্র শুধুই পাখিদেরকে বোকা বানিয়েছে কিন্তু উনার(দ্বিতীয় চিত্রকরকে দেখিয়ে) চিত্রকর্ম আপনার মত একজন অভিজ্ঞ চিত্রকরকেও বোকা বানিয়েছে, এবার আপনিই বলুন এই প্রতিযোগীতায় কে বিজয়ী?
ভাল লাগলে এবং এমন কিছু মজার ছবি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন, আশা করি ভাল লাগবে...
লিঙ্কঃ http://www.facebook.com/epm33