এলাকায় রাস্তাটা একটু সরু? দুটো রিক্সা পাস হচ্ছে না? সরকার করেটা কি আসলে? মহল্লায় বয়স্কদের জন্য সকালে হাটার একটু যায়গা নেই? সরকার করছেটা কি? এমনি টুকিটাকি নানাবিধ সমস্যা নিয়েই চলছে আমাদের সমাজ, তারপরো আমরা বলি আমাদের রাস্ট্র গণতান্ত্রিক, আমাদের গণতন্ত্র আছে- কিন্তু আমাদের সরকার করছেটা কি?
কিন্তু গণতন্ত্র কি ? বলতেই সাধারণ পাবলিক যা বুঝে ত হল- সরকার এইটা করবে , সরকার সেইটা করবে, মানে সরকার সব করবে।। সরকারের তাবত “করা”টাকেই লোকজ়ন গণতন্ত্র বলে চালিয়ে দেয়। আর মুদ্রার অন্য পিঠের চিত্র? তাও উল্টোরকম। সরকার ও তার লোকেরা ভাবে, শুধু ক্ষমতায় যেয়ে নেই, তারপর সব আমাদের, সব অন্যরকম। কিন্তু আমার ধারণা তারা আসল ব্যাপারটা জ়ানে এবং ইচ্ছে করেই এড়িয়ে যায়, কেননা অজ্ঞতার মধ্যে রেখে শাসন করা সহজ ও লাভজ়নক।
মূলত গণতন্ত্র হচ্ছে- নিজেদের মধ্য থেকে দেশের নেতা বা কর্মচারী নির্ধারণের একটা ব্যাবস্থা মাত্র। লিংকন খুব ভালভাবে বলে গেছেন, কিন্তু এই বিষয়টার কোন চূড়ান্ত সংগায় পৌছানোর কিছু নেই- এটা একটা প্রবাহমান ব্যাপার, গণতন্ত্রের মজাই এখানে- “Institutionalized Uncertainty” । এটা একটা খেলা। এবং অনিশ্চিত। কিছু নিয়ম কানুন সব দলকে মেনেই মাঠে নামতে হবে, যে জিতে ফিরবে- কাজ করার দায়িত্ব তার। এই গেমটার ভাল বিকল্প খুব একটা নেই, ১৯৭০ এর দিকে স্বাধীন রাস্ট্রগুলোর মোট ৪৪ শতাংশ দেশে DEMOCRACY ছিলো, আর এখন প্রায় ৮৭ শতাংশ দেশে গনতন্ত্র চালু রয়েছে (Source: Overseas Development Agency).
আমাদের মত যে দেশগুলো উন্নয়নের পথে হাটছে- এদের মূল সমস্যা হল কনসেপ্টে। “সব সরকার করে দিবে” এই কনসেপ্ট। আমরা যেমন গরীব তেমনি আমাদের সরকারও ্যে গরীব এটা আমাদের মাথায় থাকে না। সরকারেরও তো একটা ক্যাপাসিটির বিষয় আছে। যেটা দরকার সেটা হল, সাশ্রয়, স্বচ্ছতা এবং চেক এন্ড ব্যালেন্স- যেটুকু করার সামর্থ্য আছে সেটুকু অন্তত ভালভাবে করা এবং সচেতন নাগরিক হিশেবে আপনারও উচিত নিজ উদ্যোগে কিছু কাজ শুরু (যেটা সম্ভব) করা এবং সরকারকে সহায়তা করা।
তাই নিজের বাড়ির পাশের একটু জমি ছেড়ে দিয়ে রাস্তাটা প্রশস্ত করুন না, ভবিষ্যতে কে জানে- আপনার বাড়িতে হয়ত একটা এম্বুলেন্স আসার প্রয়োজ়ন হতে পারে। সবাই উদ্যোগী হয়ে বাড়ি তৈরীর আগে মহল্লায় একটু সবুজ মাঠের ব্যাবস্থা রাখুন, আপনার সন্তান যাতে সুস্থভাবে বড় হতে পারে সেটা একটু ভাববেন না আপনি??