বাসে পাশের সিটে বসা ছ্যাবলা টা
বাস চলতে চলতে আমারে জ্ঞান বিতরণ করে যায়,
আমি শুনি, বিবিধ নীতিকথা কপচায় সে-
শুনে আমি নিজেকে অপরাধী মনে করি, কারন
এর একটু দায় ভার তো আমারও,
আমিও তো এই সমাজে বসবাস করি।
আমি চুপ হয়ে যাই-
একটু পরে বাস এসে থামে
ছোকরাটা ভাড়া না মিটিয়েই নেমে যায়,
আমি নিজেকে আরও অপরাধী মনে করি-
আমি চুপ হয়ে যাই।।।