আজ (৪ঠা নভেম্বর) আমাদের সংবিধান দিবস গেলো।।
সংবিধান দিবস উদযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যে আলোচনা অনুষ্ঠান হোল তাতে উপস্থিত ছিলাম। সংবিধান দিবস পালন করা একটা ভাল উদ্যোগ, একটা পজেটিভ সাইন।


কিন্তু যা জেনে বিমর্ষ হয়েছি তা হোল-



#মৌলিক অধিকারের এই দলিলখানা প্রকাশ করার অধিকার শুধু আইন মন্ত্রণালয় সংরক্ষণ করে, অন্য কেউ প্রকাশ করতে পারবে না। (মানে একজন সাধারন নাগরিক খুব সহজে এই দলিলখানা চাইলেই প্রকাশ বা প্রচার করতে পারবে না)



#এই প্রকাশনা স্বত্ব সংরক্ষণ করার ফলে স্বাধীনতার পর আইন মন্ত্রণালয়ের হিশেব অনুযায়ী এ পর্যন্ত মোট ৫০০০০ হাজার কপি সংবিধান ছাপানো হয়েছে( প্রচণ্ড রকম অপ্রতুল, মানে মৌলিক অধিকার জানার উৎসটাকেই সুকৌশলে কঠিন করে রাখা হয়েছে)


#তৃতীয় যে ট্রেন্ড টি বিদ্যমান সেটা খুব ভয়ংকর।


এখন কথা হল, আমি বা আপনি সংবিধান জেনে কি করব??

- আচ্ছা এটাই মূল কথা। আপনি যদি আপনার মৌলিক অধিকার সম্পর্কে নাই জানতে পারেন তবে তা চাইবেন কিভাবে, কার কাছে চাইবেন এবং কাকেই বা এর জন্য প্রেশার দিবেন??
খুব সযত্নে একের পর এক সরকার আমাদেরকে এই সংবিধান থেকে দূরে রেখেছে এবং সময়ে সময়ে ইচ্ছে মত ব্যাখ্যা দিয়ে ফায়দা নিয়েছে। তাই জেগে উঠুন, জানুন, কি আছে আপনার জন্য আপনার সংবিধানে।।