আচ্ছা- কি হতো-?
যদি
খালেদা জিয়া আজ নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিয়ে হরতাল প্রত্যাহার করে সংলাপের আমন্ত্রন গ্রহন করতেন। তার এই সিদ্ধান্তের ফলে যদি আসন্ন আগামী ৩ দিনের হরতাল থেকে সম্ভাব্য সহিংসতা আর ৫-৬ টা মানুষের প্রান যদি রক্ষা পেত তবে আমার মনে হয় না ১৮ দলের অন্যান্য শরীকরা তার প্রতি খুব একটা নাখোশ হতেন, কেননা ১৮ দলের অন্যান্য নেতারা তো খালেদা জিয়াকে নেতা মেনেই আন্দোলনে নেমেছেন।
তাই একটু সাহসী হয়ে সিদ্ধান্তটা তিনি নিতেই পারতেন, "হরতাল প্রত্যাহার করতে হলে অন্যান্য দলের সাথে আলোচনা করতে হবে" এটা কেমন একটা দূর্বল অজুহাত হয়ে গেল না??

নাকি এত বড় একটা দল জামাতিদের চাপে জামাতের গর্ভে বিলীন হয়ে গেল??
নাকি সমস্যা সমাধানের কোন স্বদিচ্ছা আপনাদের নেই??
নাকি সহিংসতাকেই আপনারা ক্ষমতায় যাওয়ার পথ হিশেবে দেখছেন??
এরকম অনেক প্রশ্ন এখ ন ঘুরছে আপনাদের চারপাশে। একটু ক্লিয়ার করুন।
