
সত্যের ঢাক আপনিই বাজে....এই চরম সত্য কথাটা আবার ও প্রমানিত হইলো.... লন্ডন, ৭ ফেব্রুয়ারি: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ‘বিনা বিচারে আটক’ পাঁচ বিএনপি-জামায়াত নেতাকে আটকে রাখার সঙ্গে ‘ন্যায়বিচারের মিল নেই’ বলে মত দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূতের দফতর থেকে বৃটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের কাছে পাঠানো এক লিখিত ‘মত’-এ বলা হয়, ‘বিনা বিচারে আটক বিষয়ে জাতিসংঘের কর্মপরিষদ’ এ বিষয়টি বাংলাদেশ সরকারকেও জানিয়েছে।
জাতিসংঘের জেনেভাস্থ দফতর থেকে পাঠানো এ বিষয়ক একটি আট পৃষ্ঠার দলিল মঙ্গলবার টবি ক্যাডম্যানের লন্ডনস্থ দফতরে পৌঁছেছে। দলিলে বলা হয়, আটক ব্যক্তিদের জামিন না দেয়ার পক্ষে কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে সরকার। এদের প্রতি যথাযথ আইনি প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ।
এর আগে আইনি সংস্থা ‘নাইন বেডফোর্ড রো ইন্টারন্যাশনালে’র পক্ষে এ পাঁচ নেতার আটকাদেশের তথ্য জাতিসংঘে জমা দেন টবি ক্যাডম্যান। তার জমা দেয়া তথ্য যাচাই করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে জাতিসংঘের কর্মপরিষদ। পরে জাতিসংঘের পক্ষে এ বিষয়ে একটি ‘মত’ গ্রহণ করে পরিষদ।
সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হাজির না করায় শুনানি মুলতবি : আমরা অসহায় বোধ করছি : রাষ্ট্রপক্ষ


চিফ প্রসিকিউটর বললেন আমরা অসহায় বোধ করছি ...
View this link