আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি?
এ প্রশ্নের উত্তর অনেকেই অনেক ভাবে দেবেন।
কিন্তু একজন সাধারণ মানুষের কাছে এ প্রশ্নের উত্তর 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি'।
কৃষকরা কৃষিকাজ করে। ধান, গম, ডাল, তেল এমনকি সব ধরনের সবজিও উৎপাদন করে। গ্রামে উৎপাদিত এই পণ্য আমাদের হাতের নাগালে আসতে আসতে ৩/৪ বার হাতবদল হয়। ফলে ১০ টাকার পণ্য আমাদের হাতে আসতে আসতে ৪০ টাকা হয়ে যায়।
মধ্যসত্ত্বভোগী এই শ্রেণী কৃষিখাতে পরজীবীর মতো আঁকড়ে আছে। নিষ্কর্মা এই শ্রেণীর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটি হলো পরিবহন। কথায় কথায় হরতাল, ধর্মঘট কৃষির মতো পঁচনশীল পণ্যের ক্ষেত্রে মারাত্মক বিপদ ডেকে আনে। আবার তেল-গ্যাসের দাম বৃদ্ধিও পণ্যের পরিবহনে প্রভাব ফেলে। কিন্তু এ কারণে পণ্যের দাম যতটা না বাড়ে, তারচেয়ে বেশি বাড়ে মধ্যসত্ত্বভোগীদের কারণে।
কৃষি ক্ষেত্র থেকে মধ্যসত্ত্বভোগীদের উপেক্ষা করার কার্যকর মাধ্যম সমবায় চালু করা। কৃষি সমবায় সমিতির মাধ্যমে উৎপাদিত পণ্য সরাসরি বাজারজাত করে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা যায়। সমস্যা হলো কৃষকরা একতাবদ্ধ হতে পারবে না। প্রয়োজন উদ্যোক্তার। এলাকার শিক্ষিত বেকার তরুণরা এ উদ্যোগ নিতে পারেন। মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য থেকে বাঁচার আরেকটি উপায় হতে পারে যৌথভাবে কৃষি ফার্ম গড়ে তোলা। ফার্মে উৎপাদিত পণ্য সরাসরি বাজারজাত হবে। কৃষি ফার্ম গড়ে তোলার জন্য সরকারকে সহজ শর্তে জমি লীজ দিতে হবে। প্রয়োজনে ব্যাংক ঋণের ব্যবস্থাও করতে হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১২ রাত ১২:৫৮