কিন্তু শেষ মুহুর্তে কিছু সমস্যা দেখা দিয়েছে।আমাদের লেখার কিছু সংকট আছে । যেহেতু কাল পহেলা বৈশাখ তাই প্রাসঙ্গিক কিছু লেখাও দরকার।
আমাদের কবিতা আর প্রবন্ধের বিশেষ প্রয়োজন।
তাই শেষ মুহুর্তে নিরুপাই হয়ে আপনাদের কাছে হাত পাতলাম। আপনাদের যেকোনো লেখার লিংক দিতে পারেন।প্রথম সংখ্যাতে না হলেও পরের সংখ্যাতে অবশ্যই দিব। সামুর ব্লগাররা আমার আইডল। আপনাদের লেখা ফেলতে পারি???
কিন্তু আপনারা এই ছোট ভাইয়ের উপর আগে আপনাদের লেখার লিংক দিয়ে একটু হেল্প করেন।
পিলিঝ










আমদের পত্রিকাঃ http://www.ovejatri.com
চাইলে মেইল করতে পারেনঃ ovejatri.com@gmail.com
আর হ্যা অগ্রিম নববর্ষের শুভেচ্ছা।

কারিগরি ত্রুটির জন্য পত্রিকার প্রকাশ ১ মাস পিছানো হয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৫