মাঝে মাঝে প্রিয় মানুষটিতে অচেনা মনে হয়। অবিশ্বাস আর সন্দেহ সম্পর্কের মধ্যে দেয়াল হয়ে দেখা দেয়। সন্দেহের কারণে ভেঙে যায় অনেকদিনের সম্পর্ক।
কিভাবে বুঝবেন আপনার সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করছেন? অযথা সন্দেহ না করে মিলিয়ে নিন না সে আপনার সঙ্গে এমন করে কি না?
যদি আপনার সঙ্গী ফোনে কথা বলার সময় আপনার উপস্থিতিতে অস্বস্তিবোধ করে। কিংবা ফোন তার কোনো ফোন এলে অন্য ঘরে চলে যায়, তাহলে কিন্তু আপনার সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।
আপনার সঙ্গীকে কি শুধু আপনিই ফোন করেন কিংবা ম্যাসেজ পাঠান। তার তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগের খুব একটা আগ্রহই দেখা যায় না। এটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সত্যিই খারাপ।
আপনার সঙ্গে কি প্রায়ই ঝগড়া হচ্ছে, খুব একটা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই। এটাও কিন্তু খারাপ।
আপনার সঙ্গে কি সে প্রায়ই মিথ্যা বলছে, আপনি কি সেটা খুব সহজেই ধরতে পারছেন? তাহলে সাবধান হয়ে যান।
আপনার সঙ্গী কি হঠাৎ করে তার পোশাক কিংবা হেয়ার স্টাইলের ব্যাপারে সচেতন হয়ে ওঠেছে? রূপচর্চার বেশি সময় ব্যয় করছে? নিজেকে সুন্দরভাবে উপস্থাপনে বেশি মনোযোগী হয়ে পড়েছে?
এগুলো যদি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য হয় তাহলে তো ভালোই। কিন্তু যদি সে আপনাকে ছাড়া অন্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বেশি সাজগোজ করে, তাহলে চিন্তার বিষয়।
আপনার সঙ্গীর মধ্যে যদি এমন কোনো আচরণ দেখেন তাহলে কিন্তু আপনার সন্দেহ মিথ্যা নাও হতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া