রাজনীতির সাথে হরতাল শব্দটি ওতোপ্রোতভাবে মিশে আছে। দাবি জানানো, দাবি আদায়ের পথ প্রশস্তকরণ ইত্যাদি ক্ষেত্রে হরতালের একটা সবিশেষ গুরুত্ব আছে সব ধরণের রাজনৈতিক দলের কাছে। ইদানীং তা আবার ফাইদা লুঠার কাজেও ব্যবহৃত হচ্ছে দেখা যায়। আজ বিকেলে শুনলাম আগামীকাল বিএনপি কর্তৃক ডাকা হরতালের সু(!)সংবাদখানি। হরতাল ডাকার কারন হল, বেগম খালেদা জিয়ার বাড়ি প্রসঙ্গ! 'কেন উনাকে বাড়ি ছাড়তে বলা হল' এই মর্মে ডাকা হরতাল শুনে বেশ চমক পেলাম... কিছু শব্দ মাথায় সাথে সাথে এসে সজোরে ধাক্কা দিতে লাগলো। 'অনর্থক', 'ফায়দা', 'কাদা ছুড়াছুড়ি', 'মগের মুল্লুক' সহ আরো কতো কী???!!!
দেশের সামগ্রীক অবস্থা এখন ঋণাত্মক ভাবে সপ্তমে চড়েছে।
* 'ইভ টিজিং' নামক শব্দকাঠামোতে বদ্ধ করা নারী নির্যাতনের পুজিঁবাদী রূপ ধারন করেছে চরম মাত্রা। প্রতিবাদী মুখগুলো হারিয়ে যাচ্ছে, নিক্ষিপ্ত হচ্ছে বখাটে-সন্ত্রাসী-লুঠপাটকারীদের গড়া মৃত্যুকূপে। আনন্দ-উচ্ছাস-স্বাধীনতা-হিল্লোল এর বদলে আজ কিশোরীর চোখে বিভীষীকা। নিজেদের প্রকাশ করতে আজ তার ভয় পায়, নিজেকে লুকিয়ে রাখার জায়গা খুঁজে নিয়ত। সিনেমা-নাটক-বিজ্ঞাপনে নারীদেহের বিকৃত উপস্থাপন আজ উৎকোচ জোগাচ্ছে এতে। যৌতুকের লোভের বলি হই আমারি বোন, ফতোয়ার স্বীকার আমারি বোনটি একলা বসে নীরবে কাঁদে। আজন্ম দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে থাকা নারীসমাজ ঘর বাহির দুটোকেই ভয় পাই আজ।
* উত্তর বঙ্গে কার্ত্তিক মাসে দুঃখ দুর্দশার বহিপ্রকাশ ঘটার মোক্ষম সময় বলে উত্তরের জনগণ এই মাসকে খুব সাহিত্যিক তাৎপর্যপূর্ণ এক নাম দিয়েছেন। নাম হল 'মরা কার্ত্তিক'। এই মরাকার্ত্তিকে শুধু উত্তরবঙ্গের কৃষকরাই নয়, সারা বাংলাদেশের প্রায় অধিকাংশ ক্ষেতমজুর ও কৃষকদের হাল হলো অন্নহীন থালা, নির্ঘুম রক্তবর্ণ চোখ, বিষন্ন দৃষ্টি। রুদ্ধ কঠের ক্ষীন আওয়াজ দিয়ে আজন্ম পাপের আক্ষেপ, দুর্বোধ্য হাহাকার। তাদের সমস্ত কথা যেন কষ্টের ধুতুরা ফুলে গাঁথা মালা।
* ন্যুনতম মজুরির দাবিতে আন্দোলিত সেই গার্মেন্টস শ্রমিকের মন আজও ঘুপচি ঘরে বিদ্রোহের বিস্ফোরণ ঘটায়। ঘোষিত যে মজুরি, তা বিত্তশালীদের একদিনের খরচের চেয়েও কম।
* মাদক, অশ্লীলতা, অপসংস্কৃতির করাল থাবা যুবসমাজের উপর। অবক্ষয়ী দিশেহারা আজ তরুন্সমাজ।
* দ্রব্যমুল্য গগনের আবহে গিয়ে মিশেছে প্রায়; ধরাছোঁয়ার বাইরে প্রায়।
* উচ্চশিক্ষায় চরম ভর্তি সংকট। শিক্ষার আলো থেকে বঞ্চিত দরিদ্র জনগণ। উপরন্তু শিক্ষার ব্যয় বৃদ্ধি।
এতো সব সমস্যার মাঝে দেশ থাকলেও বিরূপ পরিস্থিতিতে ক্যান্টনমেন্টে জন্ম নেয়া প্রধান বিরোধী দল বিএনপি'র চোখে সমস্যা হল একটি 'বাড়ি', যা কেনা হয়েছিল নাম্মাত্র দামে। অবৈধ দাবিতে হরতাল কিভাবে দেশের কি করবে তা সুধীসমাজের কাছে প্রশ্নবিদ্ধ।
তবে কেনো এই হরতাল......?>
এরা কি দেশের শত্রু নয়?