যাহাই হউক, অ্যাভেটরটা আমার মনের কথা বলেছে। আচ্ছা, ছেলেরা দাড়ি কেন চাঁছে? নো অফেন্স টু দাড়ি চাঁছা পিপল, কিন্তু দাড়ি সহ ছেলেদের যে কত স্বাভাবিক সুন্দর লাগে, সেটা কি করে সবার চোখ এড়িয়ে যায়?
বাবা বিয়ের এক বছর পরে দাড়ি রাখা শুরু করেছে মায়ের অনুমতি নিয়ে। আগে নাকি দাড়ি রাখতো না দাড়ি রাখলে কোন মেয়ে বিয়ে করবে না সেই ভয়ে! সত্তরের দশকের বাবার বেলবটম প্যান্ট সহ ক্লীন শেভড নায়ক নায়ক ছবিগুলো দেখে অবশ্য আমি হাসি থামাতে পারি না... হা হা হা।
সত্যি বলতে কি, দাড়ি চাঁছাদের আমার একটু ক্যামন জানি লাগে... অন্তত: ক্লীন শেভডদের... স্লাইট মাকুন্দ মাকুন্দ। পুরুষ মাত্রই আধা সেন্টিমিটার হলেও দাড়ি রাখা উচিৎ--আস্তমেয়ের সুচিন্তিত মতামত ।
দাড়ির অবশ্য ধরণ ধারণ আছে। জে এম বি স্টাইল দাড়ি = বিগ ফ্যাট "নো"। চুল সুন্দর করার জন্য মেয়েরা কত কষ্ট করে, ছেলেদেরও উচিৎ দাড়ি রেখে দাড়ির যন্ত্রনা সহ্য করা, নিয়মিত যত্ন-আত্তি করা...
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৬ রাত ১২:২৪