বেশ কিছু বই আছে যা মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমার পড়া বইগুলোর মধ্যে তিনটি বই নিয়ে আমি লেখাটি লিখছি। তিনটি বই আমার মতে যথেষ্ঠ নয় তবুও মাস্ট আর শুরু করতে আমার মনে হয় যেকোন ক্ষেত্রে মানুষের এই তিনটি বই একবার হলেও পড়ে দেখা উচিৎ।
দ্য আলকেমিস্ট, পাওলো কোয়েলহোঃ ব্যক্তিগত ভাবে আমি এনার ফ্যান। যদি বলা হয় আধ্যাত্মিক সুফি আধুনিক লেখন যদি কারো থেকে থাকে তার মধ্যে উনি একজন। ওনার আরো অনেক বই বিখ্যাত তবে আমি এক্ষেত্রে দ্য আলকেমিস্টকে বেছে নিয়েছি।
বলা হয়ে থাকে যে যদি আপনি যদি কিছু চান করতে তাহলে পুরো দুনিয়া আপনাকে তা দিতে সলাপরামর্শ শুরু করে। একজন স্প্যানিশ ভেড়া পালকের জীবনের পরিবর্তনে আধ্যত্মিকতার আগমনের প্রভাব নিয়ে পুরো বইটা। এটা শুধু একটা নোভেল না একটা জীবনবোধ। যদি সময় পান আমি বলবো ইংরেজি ভার্সনটা পড়বেন যদিও পাওলো কোয়েলহো ব্রাজিলিয়ান লেখক সেক্ষেত্রে অরিজিন স্প্যানিশ সেটা পড়তে পারলে সবথেকে ভালো হতো তারপরও আমার মনে হয় ইংলিশ ভার্সনটা ভালো ভাবে বিষয়গুলো তুলে ধরেছে।
দ্য পাওয়ার অব ইওর সাবকন্সিয়াশ মাইন্ড, জোসেফ মারফিঃ একটি কমপ্লিট গাইডলাইন নিজেকে গড়ে তোলার একুশ শতকের এই জীবনে। আমাদের মস্তিষ্কের সাবকন্সিয়াশ মাইন্ড পাওয়ার কতো শক্তিশালি তা এই বইটি পড়লেই জানতে পারবেন। জোসেফ মরফির বইটি আমার পড়া বইগুলোর মধ্যে অন্যতম পছন্দের বই। বইটির শুরুতে লেখা আছে এই বইটি কিভাবে আপনার জীবনে চমৎকার আনতে পারে আসলেই যা এই বইটিতে পাবেন।
বাউন্ডারি, ডঃ হেনরি ক্লাউড ও ডঃ জন টাউনসেন্ডঃ অন্যতম চমৎকার একটি বই। কেন আপনি এই বইটি পড়বেন এটার থেকে গুরুত্বপূর্ন হবে কেন পড়বেন না। আপনার জীবনে মানুষের প্রভাব বিদ্যমান। আমাদের ক্ষেত্রে আজকাল দুই ধরন দেখা যায় এক বাউন্ডারিলেস অর্থাৎ আমরা খাঁটি অর্থে যাকে বলি চরিত্রহীন এবং আরেক ধরন হলো এক্সট্রিমিস্ট। বাউন্ডারি সেন্স এক্ষেত্রে কিভাবে কাজে লাগে তা এই বই আপনাকে বোঝাবে। আমার মতে সবার পড়া উচিৎ। কিছুটা খৃষ্টিয় দৃষ্টিকোন থেকে লেখা তবে আপনি এসবকে গুরুত্ব না দিয়ে আসল ম্যাসেজটা ধরতে পারলে এটি সবার জন্য ।
সবগুলো বই ইংলিশে লেখা আমি অনুরোধ করবো আসল মানে বুঝতে কষ্ট হলেও ইংরেজিটাই পড়তে।
ধন্যবাদ...।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২২ রাত ১১:১৬