শহুরে সন্ধ্যায় উড়ে যাওয়া মেঘ
জংধরা গ্রিলে তোমার আবেগ
প্রশ্নের দল শুধু উত্তর চায়
ভাবনার ব্যাকরণ ড্রামা, সিনেমায়
বিশ্বায়নের এই বিভেদের ফাঁকে
শ্রেণিহীন প্রেমিকেরা আজও ছবি আঁকে
বহুরূপী ইঁদুরেরা জিতে যায় ভোটে
বিজ্ঞাপনে দেহ পুঁজিবাদ লুটে
সুশ্রী প্রেমিকার খুনসুটি, গান
পুঁজিপতি কিনে নেয় তার আসমান
প্রেমিকেরা রাত জাগে, রাত যাযাবর
নিয়ন আলোয় ভিজে ঘুমায় শহর
অন্ধ বেগে চলে স্মৃতির শকট
পাল্টায় অনুভূতি ও দৃশ্যপট
পাল্টায় রঙগুলো মুখ-ঘৃণা-ভয়
এইসব লিখে রাখে ফেরারি সময়
গদ্যাংশ ডাউনেলাড লিঙ্ক