সামুতে অ্যাকাউন্ট খুলার পর পোস্ট দেওয়ার জন্য গত রাত থেকে হন্যে হয়ে চেষ্টা করতেছিলাম।কিন্তু বিধিবাম আমি আর আমার অ্যাকাউন্টে লগ ইন ই করতে পারলাম না শত চেষ্টা করার পর ও ।"বিশ্বাসে মেলায় বস্তু বলে একটা কথা আছেনা ?সেই ধারণা থেকে "চেষ্টাতে মিলাবে ফল " এই ধারণা নিয়ে হন্যে হয়ে চেষ্টা করতে লাগলাম লগ ইন করার জন্য....অবশেষে সফল হইলাম।স্রষ্টা মনে হয় সময় ঠিক করে রেখেছিল এই বিশেষ সময়টির জন্য।বিশেষ সময় কেন বললাম??
গেল ১৯ ডিসেম্বর পালিত হয়ে গেল ৩য় বাংলা ব্লগ দিবস।এই দিবস টিই আমাকে অনুপ্রেরনা জুগিয়েছে আমার চিন্তাকে প্রসারিত করে দেয়ার।অনেক বড় বড় ব্লগারদের সান্নিধ্য আমাকে অনুপ্রেরনা জুগিয়েছে আমার ভাবনা গুলোকে এক করার।আজকের দিনটির কথা কখনোই ভুলার নয়।
মানুষের স্বপ্ন একসময় বাস্তব হবেই। স্রষ্টা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাকে। কেন? ৫-৬ বছর আগের কথা হবে (সঠিক সময়টা আমার মনে নেই) কোন এক দৈনিক পত্রিকাতে পড়ি যে জনৈক ব্লগার ব্লগিং এর মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্ব মাধ্যমে তুলে ধরার প্রয়াস চালাচ্ছে।তখন একবার মনে হয়েছিল যে "আমিও যদি এরকম হতে পারতাম?" এরপরের কথা আর মনে নেই। যান্ত্রিক জীবনের মাঝে হারিয়ে গিয়েছিলো আমার স্বপ্নটা। সামু আমাকে আমার একটা স্বপ্নের পথে যাত্রা শুরুর নতুন দিগন্ত খুলে দিয়েছে।
ব্লগে আমার যাত্রা সবে শুরু হল।অনেক কিছু ই অজানা। অনেকটা সদ্য জন্ম নেয়া নিষ্পাপ শিশুর মত।এই ফাকে নিজেকে নিষ্পাপ করে নিলাম । আমি অনেক কথা ই গুছিয়ে লিখতে পারিনা। আশা করি শ্রদ্ধেয় সিনিয়র ব্লগাররা উনাদের জ্ঞানের ভাণ্ডার থেকে কিছুটা দিয়ে আমাকে এবং আমার মত লিখিয়েদের সাহায্য করবেন।লিখিয়ে কেন বললাম? আমার ক্ষেত্রে যদি বলি ব্লগার হতে হলে আমাকে এখনও অনেক পথ পারি দিতে হবে। সে পথ মসৃণ হবেনা আমি জানি...তবে আমার প্রয়োজনে আমাকে মসৃণ করে নিতে হবে।
আরও অনেক কথা মাথায় ভিড় করে আছে। ভোঁর হয়ে আসছে ...এখন থামতে হচ্ছে...নতুবা সকালটা আমাকে জাগ্রত দেখে পরিহাস করবে।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০০