কেবল সামুতেই নয় কোন ব্লগিং সাইটে এটাই আমার প্রথম পোস্ট। তাই এক্যাউন্ট খোলার পর থেকেই ভাবছি কি পোস্ট করব। এমন কি ভাবনা ঢুকে গেল স্বপ্নেও। আর সকালে ঘুম থেকে উঠেই পেয়ে গেলাম কি পোস্ট করব। হ্যা, আমি স্বপ্ন সম্পর্কে লিখব।
আমি আমার প্রথম পোস্টে আপনাদেরকে জানাবো স্বপ্ন সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য। এ তথ্যগুলোর কিছু হয়তোবা অনেকেই জানেন। তবুও আশা করি ভাল লাগলে উৎসাহ দেবেন।
তো চলুন জানা যাক স্বপ্ন সম্পর্কে কিছু তথ্যঃ
• গড়ে একজন মানুষ বছরে ১৪৬০ টি স্বপ্ন দেখে।
• সাধারনত মৃত্যুর আগে আমরা প্রায় ২৫ বছর ঘুমিয়ে কাটাই যার মধ্যে ছয় বছররের ও বেশি সময় কাটাই স্বপ্ন দেখে।
• প্রতি রাতে আমারা ৪-৭টা স্বপ্ন দেখি।
• অন্ধ লোকেরাও স্বপ্ন দেখে। যারা জন্মের পর অন্ধ হয় তারা স্বপ্নে ছবি দেখতে পারে। কিন্তু জন্মান্ধরা ছবি দেখতে পারেনা তবে শব্দ, গন্ধ, ছোঁয়া, অনুভুতি প্রভৃতি অনুভব করে।
•আপনি একসঙ্গে স্বপ্ন দেখতে ও নাক ডাকতে পারবেন না!
•ঘুম থেকে জাগার ৫ মিনিট এর মধ্যে মানুষ স্বপ্নের ৫০% ভুলে যায়, আর ১০ মিনিট পর ৯০%!
• প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। কিন্তু নারী ও পুরুষ এর স্বপ্নের ধরন ও স্বপ্নের শারিরীক প্রতিক্রিয়া ভিন্ন।
• অধিকাংশ স্বপ্নেই আপনি উদ্বিগ্ন ও ভীত থাকেন।
• বড় বড় স্বপ্নগুলো আমরা দেখি ভোরের দিকে যা প্রায় ৩০-৪৫ মিনিট পর্যন্ত লম্বা হয়।
• আপনি স্বপ্নে কেবল আপনার পরিচিত মুখগুলোই দেখেতে পান। স্বপ্নে দেখা মুখগুলো আপনার কপ্লনার সৃষ্ঠী নয়। যেমন গতরাতে স্বপ্নে আপরিচিত কেউ আপনাকে খুন করতে এসেছিল। সে কিন্তু আপনার অপরিচিত নয়। সে হয়তোবা এমন কেউ যাকে আপনি ছোটবেলায় দেখেছিলেন। হয়তোবা সে কোন দোকানদার, অথবা বাজারের মাছ বিক্রেতা বা এমন কেউ যাকে আপনি হয়তো পথে-ঘাটে চলার পথে দেখেছেন।
• স্বপ্নে নোংরা পানি দেখছেন এর মানে হয়তোবা আপনার স্বাস্থ্য ভাল নেই।
• গর্ভবতী মহিলারা অন্য যে কারো থেকে বেশী স্বপ্ন মনে রাখতে পারে।
• নেপচুন কে বলা হয় “স্বপ্নের গ্রহ”।
• আপনার অধিকাংশ স্বপ্নের প্রেক্ষাপট আপনার নিজের বাড়ি।
• প্লেটোর মতে আমাদের স্বপ্নগুলো আমাদের পেটের ভেতর তৈরী হয়।
• বাইবেলে ৭০০'র ও বেশী স্বপ্নের কথা উল্লেখ আছে।
• খ্রিস্টপূর্ব ৪০০০ সালে মিশরীয়রা প্রথম "স্বপ্ন অভিধান" তৈরি করে।
• জীবজন্তুরাও কিন্তু স্বপ্ন দেখে।
• আপনি চাইলে আপনার স্বপ্ন নিয়ন্ত্রন করতে পারেন!!!!!!
• যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন মৃত্যুর পূর্বেই তার হত্যা সম্পর্কে স্বপ্ন দেখে ছিলেন।
• অটো লিউই নামের এক মনোবিজ্ঞানী চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ১৯৩৬ সালে নোবেল পুরষ্কার লাভ করেন। তার এ অবদানের পিছনে রয়েছে স্বপ্নের হাত। আর স্বপ্নে পাওয়া বেঞ্জিন চক্রের কথাতো সবাই জানে।
সূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫০