(১) ছাত্র: ভালোবাসা মানে হলো, ভা= ভাল-মন্দ চিন্তা না করে; লো= লোকলজ্জা উপেক্ষা করে; বা= বাবা-মার মুখে চুনকালি মেখে; সা= সাগরে ঝাঁপ দেয়া।
(২) গণিত শিক্ষক: যার দৈর্ঘ প্রস্থ বেধ নেই শুধু গভীরতা আছে তাকে ভালোবাসা বলে।
(৩) ডাক্তার: ভালোবাসা এমন এক রোগের নাম যা ঘুম নষ্ট করে, ক্ষুধা কমায় চিন্তা বৃদ্ধি করে।
(৪) পুলিশ: ভালোবাসা এমন এক জেলখানা যেখানে হৃদয় বন্ধিদের খেলা চলে।
(৫) কবি: ভালবাসা মানে নীল প্রজাপতি......।
(৬) রাজনীতিবিদ: ভালবাসা মানে এমন এক উন্মুক্ত ময়দান যেখানে প্রেমিক প্রেমিকারা একে অপরের পোস্টার লাগায়। এক প্রেমিকের জন্য একাধিক প্রেমিকা অথবা এক প্রেমিকার জন্য একাধিক প্রেমিক লড়াই করে। যার পক্ষে যোগ্যতা বেশি তার নমিনেশন পাবার সম্ভবনা বেশি থাকে।
(৭) ভিক্ষারি: ভালোবাসা মানে একজনের মন অন্যজনকে ভিক্ষা দেয়া বা নেয়ার খেলা।
(৮) কুলি: ভালোবাসা মানে হলো অপরের সুখ-দু:খ আঁটি বেধে নিজের কাধে বহন করা।
(৯) মাঝি: ভালোবাসা মানে হলো মান অভিমান এবং কিছু আবেগের দাঁড় টানা।
(১০) দোকানদার: ভালবাসা হলো প্রেমের হাটে হৃদয়ের বেঁচা-কেনা।
(১১) বাড়িওয়ালা: ভালো বাসা মানে দুই বেড, এটাচ বাথরুম, সুন্দর বারান্দা সহ ফ্ল্যাট।
(১২) ব্যর্থ প্রেমিক-প্রেমিকা: ভালোবাসা মানে নেই তো কিছু, ভালবাসা মানে ফাঁকি।
(১৪) ইন্জিনিয়ার: অন্যজনের হৃদয়ে নিজের জন্য ঘর তৈরী করা............।
(১৫) হুজুর: নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ.......।
(১৬) হারবাল ঔষধের দোকানদার: ........
(১৭) প্রোগ্রামার: ক্ম্পাইলারের সাথে প্রোগ্রামের সংযোগের নাম ভালবাসা........
(১৮) রিকশাওয়ালা: ভালো বাসা হলো যাত্রী, এক জায়গায় উঠলে আরেক জায়গায় নেমে যায় ।
(১৯) চোর: ভালোবাসা মানে মনের ঘরে সিঁধ কেটে হৃদয় চুরি করা। শর্ত হচ্ছে যার হৃদয় চুরি করা হচ্ছে সে জানতে পারবে না। জানতে পারলে সেটা ডাকাতির পর্যায়ে পরবে...............
(২০) ভাড়াটে: ভাড়া কম। সুন্দর বারান্দা আছে, ছাদে উঠা যায়। বাড়ি ওয়ালা বাড়িতে থাকে না। তার নাম ভাল বাসা...
(২১) বাঁশের ব্যাপারি: লজ্জা ভয় প্রেমের ক্ষেত্রে থাকতে নয়, যদি হয় ফাটা বাঁশের কন্ঠ তবুও বলতে হয়, তোমার কোকিল কন্ঠ। তবেই কপালে একখানা ভালবাসা জোটে।
(২২) ........
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২