মৎস ভায়া থাকো যদি জলের মধ্যে ডুবে,
খানিক বাদে দেখবে তোমার ঠান্ডা লেগে যাবে।
নাইতে তুমি যেতে পারো ময়লা যখন হবে,
এখন আসো খেলা করি অনেক মজা পাবে।
বিল্লু ভায়া ডাঙ্গায় গেলে আমায় তুমি খাবে,
একটা খেয়ে পেট ভরেনা আরো তুমি চাবে।
কি যে বলো মৎস ভায়া তোমায় কেন খাবো?
আমি তোমার খেলার সাথি ভালাে বন্ধু হবো।
খানিক বাদে যেই উঠেছে মৎস ভায়া টানে,
বিড়াল তাকে ভরে খেল অনেক স্বাধের নানে।
এই জগতে এমন অনেক বন্ধু খুঁজে পাবে,
মুখে মিষ্টি কথার বানে তোমায় গিলে খাবে।
থাকতে সময় চিনে নিয়ো তাদের চরিত্র,
চোখটা দেখেই বুঝতে হবে শত্রু বা মিত্র।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫