মানবকে কল দিলাম।
--"ভাই ফিল্ডের প্যাকিং শেষ তোর?আমার শালা কিসসু হয়েনি ভাই এখনও।"
"আমারো ওই একই দশা।এখন একটু বিজি আছি রে,পিয়ালিকে নিয়ে সিটি মলে এসেছি।কাল ক্যাম্পাসে দেখা হচ্ছে ;তখন কথা হবে এ ব্যাপারে।" বলে মানব কেটে দিল লাইনটা।
মুডটাই বিগড়ে গেল।এই নাকি বেস্ট ফ্রেন্ড;আজ থেকে নয় তাও সেই ছোট্ট বয়েস থেকে!পড়িও একই ইউনিভার্সিটিতে তাও একই বিষয়ই---জিওলজি।শালা ফাস্ট সেমে অনার্স পেপার ২ টা আমারটা ঝাপল পুরো,আর এখন যখন আমার ফিল্ডের ব্যাপারে কটা কথা ছিল তখন তার সময় হয় না কারন সে বিজি তাও কারে নিয়ে---২ দিন আগে হওয়া জিএফ কে নিয়ে!ফিল্ডে তো যাবে তখন টাইট দেব শালাকে ভালো মতো।কি সব আবোল তাবল ভাবছি আমি?এই রে ক্যাম্পাসেই তো চলে আসলাম হাটতে হাটতে।মামার দোকানে একটু বসি।
--"মামা একটা চা হবে এখানে"
মামার দোকানের চা আর সিগারেটের থেকে ভালো কম্বো আছে নাকি কিছু!একটা গোল্ড ফ্লেক ধরাই,মুডটাও একটু ভালো করা দরকার।
আরে ইরা না! হ্যাঁ তাই তো।এই আর এক আজব মেয়ে।গত ৬ মাস এই ইউনিভার্সিটি তে আসার পরে কবে কটা কথা বলছে ক্লাসমেটদের সাথে হাতে গুনে বলা যায়;সব সময় শুধু পড়া আর পড়া।আজকে কেউ আসবে বলে মনে হচ্ছে না।পরশু ফিল্ডে যাচ্ছি,তাই সবাই আজ কাল ডুব দেবে।না ইরাকেই জিজ্ঞেস করি ওই মানব শালার কোন ভরসা নেই।
--"ইরা।"
"ও অর্কীশ!খেয়াল করিনি রে।বল"
তা খেয়াল করবি কেন!সব সময় তো বই গাটাস!কেন যে কথা বলতে গেলাম এর সাথে!!
--"আমি ফিল্ড মিটিং এ আসতে পারিনি রে।স্যার কি কি বলেছে বল একটু।"
"তেমন কিছু বলেনি রে;হ্যামার,চিজিল, ক্লাইনো-মিটার নিতে বলেছে আর ৫০০০ মতো টাকা নিতে বলেছে।বাকি যার যার নিজের নিজের ব্যাপার।"
--"থ্যাংকস রে।চল টাটা"
বাঁচলাম!যাই এবার হোস্টেলে,কাজ তো হয়ে গেল।
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪(শেষ পর্ব)
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১:০৭