''সামহোয়ারইনব্লগে নাম বা আইডেন্টিটি নিয়া খুব একটা কেওয়াজ চলতাছে। অর্থাত পরিচয়হীনতার সুযোগে অনেকেই নানা অপকর্ম তথা নিজ উদ্দেশ্য (!) হাসিল কইরা লইতাছে। এ ব্যাপারে আমি বলবার চাই উদ্দেশ্য যদি খারাপ না থাকে তাইলে আমরা সবাই নিজ নামেই এইখানে হাজির হই না কেন? আমার মনে হয়, তাতে অনেক ঝামেলা মিটে যাওয়ার কথা। আপনারা কি বলেন?''
এ প্রস্তাবে বেশ কিছু মন্তব্য আমার দৃষ্টি আকর্ষণ করেছে। যাদের উদ্দেশ করে এ প্রস্তাব তারাই লাফালাফি করলো, তারাই বাজে মন্তব্য করলো। বাজে মন্তব্য তারা তো করবেই। যাদের নাম খাটাস, গণ্ডার, কুকুর, বিড়াল তারা তো তাদের স্বভাব মতোই কাজ করবে। এসব জন্তু-জানোয়ারের নামেই হয়তো তারা তাদের পরিবারে, সমাজে পরিচিত। নিজের নাম নিয়ে আমাদের কোনো দুঃখ বোধ নেই। বাবা-মার দেয়া নামই আমরা সব জায়গায় ব্যবহার করতে পছন্দ করি। এ নামেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজ নাম কাউকে বলার জন্য চেয়ারম্যানের সার্টিফিকেটের প্রয়োজনীয়তার কথা যে বলে তার সমস্যাটা হয়তো অন্য জায়গায়। কোনো মানুষ জন্তু-জানোয়ারের নামে নিজ পরিচয় দিতে চেয়ারম্যানের সার্টিফিকেটের প্রয়োজন বৈকি।
আমার এ পোস্টটি কোনো বিতর্কের জন্ম দেয়ার উদ্দেশ্যে নয়। আমি মনে করি, সামহোয়ারইনব্লগের উদ্দেশ্যটাও এ রকম নয় যে, এখানে একজন আরেকজনের পিছু লাগবে, বাজে মন্তব্য করবে ইত্যাদি ইত্যাদি...। এ রকম চলতে থাকলে সামহোয়ারইনব্লগ কতোদিন টিকে থাকতে পারে আমি সেই আশঙ্কাই করছি। এ ব্যাপারে আমাদের মনমানসিকতার আশু পরিবর্তন দরকার বলেই মনে করি।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩০