আমার পরিচিতদের মধ্যে যারা রাজনীতিক ছিলেন তাদের একটা পুনর্বাসন হওয়া দরকার। কারণ তাদের এখন দিনকাল যা যাচ্ছে! রাজনীতিকদের পুনর্বাসন হলে তো আর যেখানে সেখানে হতে পারে না। কারণ তারা ছিলেন দেশের হর্তা কর্তা। এখন না হয় সময়ের এক ফোঁড়ের কারণে তাদের এ অবস্থা। কিন্তু যেহেতু এ সময় আর তাদের পক্ষে ভালো হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। আর যতোদিন না তা হচ্ছে ততোদিন তো তাদের একটা কিছু করে খেতে হবে।
অনেক ভেবে-চিন্তে দেখলাম, সাবেক এ রাজনীতিকদের জন্য এখন মোক্ষম জায়গা হলো ব্যবসা। অবশ্য এ ব্যবসায় আহামরি কিছু দরকার নেই। মোটামুটি একজন বা একটু বড় হলে দুই-চারজন কামলা মতো লোক হলেই ব্যস! কাঁচা মরিচ আর আলু-পটলের ব্যবসা করতে আপাতত পুঁজিও খুব বেশি দরকার নেই।
চলছে আরো রোজা। সুতরাং ১ টাকায় কিনে লজ্জা-শরমটা একটু সংবরণ করে আরেক দিকে তাকিয়ে ২০ টাকা বলে বসলেই হলো আরকি! রোজাদার পাবলিকরা না কিনে যায় কই!
সুতরাং আমি আমার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজনদের আহ্বান জানাই, যার যার অবস্থান থেকে কাঁচা মরিচ আর গোল আলুর খুচরো বা পাইকারি ব্যবসা শুরু করুন। দেখবেন রাজনীতির ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবেন ঠিকই।
দ্রষ্টব্য : দেশের জন্য যারা কিছু করতে চায় সে যে পেশায়ই থাকুক না কেন তারা সবাই নেমে পড়তে পারে এ কাজে।