সাম্প্রতিক বিডিআর জওয়ানদের নৃশংস গনহত্যা নিয়ে লিখতে পারছি না ।
লিখতে পারছি না কারন এই ঘটনায় আমি সরাসরি ক্ষতিগ্রস্থ । এক শুক্রবারে আড্ডা মেরে পরের শুক্রবারে যখন মামুনের লাশের অপেক্ষায় পিলখানার সামনে দাড়িয়ে থাকতে হয় , তখন যে মানসিক চাপ যায় , সেটা এমনিতে বুঝা যায় না ।
যখন ছাত্ররাজনীতি করতাম , তখন সহযোদ্ধার গুলি খাওয়া লাশ কবরে নামিয়েছি , আহত সহযোদ্ধাদের নিয়ে হাসপাতালে গেছি , রাত জেগে প্রতিপক্ষকে ঘায়েল করার নীলনকশা করেছি ; কিন্তু কখনোই অস্থির হইনি ।
কিন্তু গত কয়েকদিন ধরে অস্থিরতায় ভুগছি , চাপা ক্ষোভ আর রাগের প্রকাশ ঘটছে যেখানে ঘটার কথা না সেখানেও । অফিসে জুনিয়ারদের কয়েকজনকে প্রয়োজনের অতিরিক্ত বকাবকি করেছি , ব্লগের কমেন্ট দিতে গিয়ে অপ্রয়োজনীয় তীর্যক কথা লিখেছি ...এসব অনেক অনেক কিছু ।
বড় শোকের সামনে দাড়িয়ে একসময় নির্বিকার থাকতে পারতাম , আর তখনই আমার লেখক হওয়ার সম্ভাবনা ছিল ।
এখন বড় শোকের সামনে দাড়িয়ে এলোমেলো হয়ে যাই । নিজেকে সামলে রেখে জ্ঞানগর্ভ আলোচনা করতে পারি না ।
বয়েস হচ্ছে ।
বয়েস আমাকে সাধারন এলেবেলে মানুষ বানিয়ে দিচ্ছে ।
আমি ক্রমেই লেখক হওয়ার সম্ভাবনাকে দূরে রেখে গৃহস্ত মানুষের সম্ভাবনাকেই বাড়িয়ে যাচ্ছি ।
আহ্ !
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯