সামহোয়্যারের এই বিপুল জনপ্রিয়তার মাঝে আমাদের একটা ক্ষুদ্র ভুমিকা আছে ।
ভুমিকাটা হচ্ছে ভেলরি টেইলর নিয়ে যখন আমরা একটা আন্দোলন করি , তখন শত সহস্র ইমেইলের মাধ্যমে এই সাইটটির কথা অনেক অজানা জায়গায় ছড়িয়ে যায় । -
ঠিক এই মুহুর্তে মনে পড়ছে এরকম একগাঁদা নাম আমি বলতে পারব , যে ব্লগাররা সামহোয়্যারের নাম কোনদিনই জানতেন না , হয়তো কোনদিনই তারা ব্লগিং করতে আসতেন না , কিন্তু ভেলরি টেইলর বিষয়ক মেইলে লিংক পেয়ে তাঁরা এই ব্লগের খবর পান ।
এই ধারা অব্যাহত আছে । শওকত হোসেন মাসুম আর রাশেদের মতো জনপ্রিয় ব্লগার যেরকম আমরা এই প্রচারনায় পেয়েছি , ঠিক একই ভাবে লীনা দিলরূবার মতো আরো নতুন নতুন ব্লগার এখনও সেই মেইলের ফরোয়ার্ডিং পেয়ে সামহোয়্যারে ভিড় করছেন ।
এই লোকরা ব্লগিংয়ে উৎসাহিত হয়েছিলেন কারন তারা মনে করেছিলেন ব্লগ একটা প্রতিবাদের জায়গা , ব্লগ একটা সত্য উচ্চারনের মাধ্যম ।
এই সত্য উচ্চারনের প্লাটফরমকে রক্ষা করার একটা নৈতিক দায় তাই আমাদের বাকী সবার ।
আমার একটা পোস্ট এই মাত্র সরানো হয়েছে , এবং হয়তো এই পোস্টের জন্য আমাকে ব্যানও করা হতে পারে ।
কিন্তু , আমরা নিরূপায় ।
শত শত ব্লগার প্রয়োজনে ব্যান খেতে পারে ,
কিন্তু ঘাস খাওয়া আর সব্জি খাওয়া যে এক নয় , সেটা তো কাউকে না কাউকে বলে যেতেই হবে ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ রাত ১:৫১