গাজীপুরের সংসদীয় আসনটি ৯৬ সাল থেকেই আওয়ামীলীগের দখলে , দুটো পৌরসভার চেয়ারম্যানও আওয়ামীলীগের , বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আওয়ামীলীগের ।
সেই আওয়ামী ঘাটিতে উপজেলা নির্বাচনে ৩০ হাজার ভোটের ব্যবধানে পাশ করেছে বিএনপির প্রার্থী !!
জাতীয় সংসদ নির্বাচনের একমাসের মাথায় কী এমন ঘটনা ঘটলো সেটার খোঁজ নেয়াটা আওয়ামীলীগের অস্তিত্বের জন্যই প্রয়োজন ।
দৈনিক আমাদের সময় জানাচ্ছে , নির্বাচনের পরে পরেই দলবেধে আওয়ামীলীগ নেতারা সেখানে গার্মেন্টগুলোতে যে ঝুট ব্যবসার দখলদারিত্ব নিয়ে লন্কাকান্ড করছেন , তার ফলেই গার্মেন্টস শিল্প অধ্যুষিত এই অঞ্চলে হাতে হাতে ফল পেতে একমাসও অপেক্ষা করতে হয়নি ।
সারা দেশে নীরব সন্ত্রাস শুরু হয়েছে , সেটি ব্যবসা বানিজ্যের সাথে জড়িত সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন । এই প্রবনতায় রাস্তায় নতুন একটা গ্রুপ এসেছে যারা নিজেদের পরিবহন নেতা দাবী করে রাতারাতি সমিতি বানিয়ে ফেলেছে এবং নারায়নগঞ্জে চলাচলকারী সবগুলো বাসে ৫০ টাকা করে চাঁদা বসিয়ে ফেলেছে !
এধরনের পরিবর্তন প্রায় সবগুলো সেক্টরেই দেখা যাচ্ছে ।
এই সময়ে আওয়ামীলীগের উচিত সাবধান হওয়া ।
সাবধান না হলে কী হয় , সেটা পূর্বসুরিদের দেখেই শিক্ষা নেয়া প্রয়োজন ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০