একদল মানুষ " না " ভোট দিচ্ছেন । লম্বা লাইনে দাড়িয়ে অনেক কষ্ট করে তারা এমন একটা মার্কায় সিল মারছেন , যে মার্কা বিজয়ী হবে এমন আশা তারা কেউ করেন বলে মনে হয় না ।
আরেকদল লোক আছেন , যারা " না " ভোটের কথা শুনলে তেলেবেগুনে জ্বলে উঠছেন । " না " ভোট নাকি রাজনীতিবিদদের অপমান করা , " না" ভোট দিলে জামাতিরা ক্ষমতায় বসে যাবে ইত্যাদি অস্ত্র ছুড়ে মারছেন ।
আমি " না " ভোটের সাপোর্টার ।
যখন " না " ভোট ছিল না তখনও নিজামী মুজাহিদদের গাড়িতে জাতীয় পতাকা ধর্ষিত হওয়া বন্ধ করা যায়নি , সুতরাং সব দোষ " না" ভোটের উপরে ঠেলে দেয়ার যুক্তি নেই ।
সময় এসেছে রাজনীতিকে কলুষমুক্ত করার কাজে অবদান রাখার । যেখানে প্রার্থী পছন্দ নয় , সেখানে কোন দল যাবে কি যাবে না সেটা দেখার ঠেকা তো আমার নয় ।
আমাদের ভোট খুব মূল্যবান । তারা সন্ত্রাসী , ধান্দাবাজ , ঘুষখোর দাড় করাবে আর আমাদের বড় ঠেকা পড়েছে দলবেঁধে গিয়ে তাদের ভোট দিতে হবে এমনটা বিশ্বাস করি না ।
যেখানে যোগ্য প্রার্থী দিতে দলগুলো ব্যর্থ হয়েছে , সেখানেই " না" ভোট দিয়ে রাজনৈতিক দলগুলোকে কষে থাপ্পড় মারা উচিত ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৩