আমাদের ভাড়াটিয়া রমজান ভাই এবং মিতা ভাবী ভালবেসে বিয়ে করার পর আমাদের বাসায় ঘর ভাড়া নিয়েছে। তারা এমনিতে এক অপরকে খুব ভালবাসে কিন্তু প্রতিদিন তাদের মধ্যে কমপক্ষে একবার ঝগড়া লাগেই।
মাঝে মাঝে ঝগড়া মাড়ামাড়ি পর্যন্তও যায়।
রমজান ভাই একটু বেঁটে ও হালকা পাতলা আর ভাবী লম্বা শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ। তাই রমজান ভাই যখন মারতে যায় ভাবী তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কখনো মারতে পারেনা।
একদিন মাড়ামাড়ি করার সময় আমার সামনেই ভাবী ভাই ধাক্কা মেরে ফেলে দিছে। ভাই আমাকে দেখে একটু বিব্রত হয়ে গেছে।
পরে ভাই আমাকে শুনিয়ে বলতেছে সারাদিন খালি উল্টাপাল্টা করব আর কিছু কইলেই খালি ধাক্কা মারে, কবে জানি এই ধাক্কার লইগা ওরে একচোট মাইর দেই।