আসলে এই বি.পি.এল এর মতো নষ্টা ক্রিকেট নামের কুস্তি দেশটার ক্রিকেটকে বেনিয়াদের হাতে তুলে দিয়েছে। যারা ক্রিকেটকে ধ্যান, জ্ঞান প্রেম ভেবে নিয়ে ব্যাট হাতে দেশের জন্য যুগ ধরে লড়াই করছে তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার উটপোঁদ শুভঢ়ো তোমার মতো আখাম্বার নাই। তুমি আজ মিডিয়া কাভারেজ কামাই করতে গিয়ে যা ঘটাইছো তার জন্য তোমার উচিত ক্রিকেটারদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়া। আজ প্রথম আলোর রিপোর্ট টা দেখার পর ইম্রাম হাশমীর রাশ মুভিটা দেখছি। তখন মনে হৈছে এই পত্রিকাঅলারা শুধু কাভারেজের জন্য কতটা পিশাচ হতে পারে। যেখানে কাভারেজের জন্য মানুষ খুন করা হয় সেখানে এই নিউজ তো ডালভাত।
আমি মনে করে ক্রিকেটাররা ফিক্সিং করে নাই।
ফিক্সিং করলে করছে মইত্যা ঢ়াঝাকার।
১.ঐ বেটা প্রথমে বাজে কার্টুন ছাপছে।
২.বেচারা আরিফের দায়িত্ব তো নেয়ই নাই বরং সে খতিবের পা ধৈরা হাটু গাইড়া ক্ষমা চাইছে।
৩.হাসনাত আবদুল হাইকে দিয়ে চটি সাহিত্য লেখাইয়া পরে সেটার দায় নেয় নাই।
৪. এক ওয়াসফিয়াকে ব্রিকি করে বাংলাদেশের পর্বতারোহন কে প্রচার করেছে।
৫. প্রতিনিয়ত পর্নস্টার কারেন মালহোত্রা ওরফে সানি লিওনি কে বিক্রি করে লূল ভাইদের কাছে ফুটেজ বাড়াইছে।
৬. মিডিয়া জগতের স্ক্যান্ডালকে রসিয়ে ছাপছে।
৭. ভারতের কোন অভিনেত্রী বিবসনা হয়ে ফটোশুর্ট করছে তার খবর এরাই প্রথম ছড়ায়।
৮. ঐশ্বরিয়ার বাচ্চা হওয়ার সময় এমন ভাব নিচ্ছিল মনে হচ্ছিল বাচ্চাটার বাবা ঐ মইত্যা ঢ়াঝাকার নিজেই।
৯. একই ঘটনার ডুয়েল স্ট্যান্ডার্ড খবর ছাপে।
১০. ফুটেজ বিক্রি করে লাইম লাইটে থাকতে হেন কাজ নাই এরা করে না।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫৪