অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও স্টিভ জবস একজন ভিশনারি । তিনি আমাদের সামনে খুলে দিয়েছেন এক নতুন দুয়ার ।
স্টিভ জবস ১৯৫৫ সালের ২৪শে ফেব্রুয়ারি সানফ্র্যান্সিসকো-তে জন্মগ্রহণ করেন । তার জন্মের কয়েক মাস পর তাকে এডোপশনের জন্য দেয়া হয় । ফোস্টার প্যারেন্টস-এর হাতেই তিনি মানুষ হন ।
ছোটবেলা থেকেই স্টিভ অনেক দুরদর্শী ছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন যে ভবিষ্যতে পার্সোনাল কম্পিউটার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । তাই পার্সোনাল কম্পিউটারের উন্নতির জন্যই তিনি সারা জীবন কাজ করেছেন ।
অল্প বয়সেই তিনি দুই বন্ধু স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েইনের সাহায্যে অ্যাপল প্রতিষ্ঠা করেন । কিছুদিন পরে রোনাল্ড ওয়েন চলে যান এবং স্কট নামক এক ব্যক্তি প্রথম সিইও নিযুক্ত হন ।
এরপরেই স্টিভ স্কটকে পদত্যাগে বাধ্য করেন এবং জন স্কুলিকে সিইও নিযুক্ত করেন । এটিকে তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে গণ্য করা হয় । এই স্কুলির সাথে ক্ষমতাদ্বন্ধের ফলে তিনি অ্যাপল ত্যাগ করেন এবং "নেক্সট কম্পিউটিং" প্রতিষ্ঠা করেন ।
এবার শুরু হয় তার জীবনের মোস্ট ক্রুশিয়াল পার্ট । তার অধীনে নেক্সট সম্পূর্ণরূপে ব্যর্থ হয় । কিন্তু এসময়টাই ছিল তার জীবনের সবচেয়ে সৃজনশীল অংশ । এসময় তিনি লুকাসফিল্ম-কে কিনে নেন এবং পিক্সার নাম দেন । পিক্সারের এড ক্যাটমালের কাছ থেকে তিনি যেসব managerial skills শিখেছিলেন সেগুলো পরবর্তিতে তার জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে ।
১৯৯৭ সালে বিধ্বস্থ নেক্সট-কে তিনি অ্যাপলের কাছে বিক্রি করে দেন এবং অ্যাপলের স্পেশাল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান । এরপর তিনি অ্যাপলের তৎকালীন সিইও গিল অ্যামেলিও-কে সরিয়ে নিজে সিইও হন ।
এখান থেকেই তার সাফল্যগাঁথা শুরু হয় । ১৯৯৭-৯৮ সালে দায়িত্ব নিয়ে তিনি ২০০২ সালের মধ্যে অ্যাপলকে লাভজনক অবস্থায় নিয়ে আসেন এবং ২০১১ সালে অ্যাপল বিশ্বের সবচেয়ে দামি টেক-কোম্পানিতে পরিণত হয় ।
২০১১ সালে স্টিভ জবসের মৃত্যু ঘটে । আর সেই সাথে পৃথিবী থেকে বিদায় নেন এক সফল ভিশনারি, যার কারণে আমাদের জীবন এতো সহজ হয়ে উঠেছে ।
বেশিরভাগ সময়ে স্টিভ জবসকে বিল গেটস বা মার্ক জাকারবার্গের তুলনায় খাটো করে দেখা হয় । কিন্তু তাদের চাইতে স্টিভ জবসের অবদান বহুলাংশে বেশি । স্টিভ জবস না থাকলে মার্ক জাকারবার্গ বা বিল গেটসের কোনো ভ্যালু থাকতো না ।