মহাজাতক
নিয়ত সকল কর্মের অঙ্কুর। নবীজী (স.) বলেছন, কেউ যদি আল্লাহ্কে পাওয়ার জন্যে হিজরত বা সর্বস্ব ত্যাগ করে সে আল্লাহ্কে পাবে। আর কোনো নারীকে পাওয়ার জন্য হিজরত করলে সে নারীকে পাবে। অর্থাৎ যে নিয়ত বা লক্ষ্যে সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে সে তা-ই পাবে। প্রত্যয়ন এই নিয়ত বা লক্ষ্যকেই দেয় সুদৃঢ় ভিত্তি। আর নিয়ত বা লক্ষ্য সুদৃঢ় হলে মন ও মস্তিস্ক তা অর্জনে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে। তাই ধ্যানের স্তরে হোক বা স্বাভাবিক জাগ্রত অবস্থায়-মনে মনে বার বার প্রত্যয়ন করুন। ভেতরে সৃষ্টি হবে ইতিবাচক অনুরণন। নিয়ত বা লক্ষ্য সুদৃঢ় হবে। সৃষ্টি হবে নতুন বাস্তবতা। আপনি আবিষ্কার করবেন আপনার নতুন আমিকে।
প্রভুকে ধন্যবাদ!
দিনে বার বার বলবো-
শোকর আলহামদুলিল্লাহ/ থ্যাঙ্কস গড/ প্রভুকে ধন্যবাদ! বেশ ভালো আছি। প্রতিদিন আমি সবদিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি।
দৃষ্টিভঙ্গি!
আমি প্রো-অ্যাকটিভ। হতাশা, নেতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখবো। কোনো ক্ষোভ ও ঘৃণা যাতে আমার সিদ্ধান্ত ও কাজকে প্রভাবিত না করে সে ব্যাপারে সবসময় সজাগ থাকবো।