গত আগস্ট মাসে আমার এক খালাত ভাই আয়ারল্যান্ড হইতে দেশে বেড়াইতে আসিয়াছিলো, পায়ে ছিলো এক জোড়া নতুন জুতা। এক্কেবারে স্লীম, ঠিক যেন ঐশ্বরিয়া রাই। ওজনে খুব হালকা, ঠিক যেন প্রজাপতি। আমি তো প্রথম দর্শনে উহার প্রেমে পড়িয়া গেলাম। সাথে সাথেই আবদার করিয়া বসিলাম যাওয়ার আগে যাহাতে উহার মালিকানা আমাতে সমর্পন করিয়া যায়। খালাতভাই চলিয়া যাইবার সময় আমাকে কিছু বলিয়া যায় নাই। আমি ভাবিলাম, হয়তোবা তার শখের জুতা, তাই উহার মালিকানা হস্তান্তরে আগ্রহী নহে। সপ্তাহখানেক আগে ছোট মামা নিজের জুতা খুজিবার অভিপ্রায়ে পুরাতন জুতার বাক্স ঘাটিয়া সেই জুতার জোড়ার দর্শন পাইলেন এবং যথারীতি প্রেমে মজিয়া গেলেন এবং নিজের জুতা খোঁজা বাদ দিয়া উহা পরিয়াই অফিসে রওয়ানা হইলেন। আমি অফিস থেকে বাসায় ফিরিয়া শুনিলাম, খালাতভাই যাওয়ার আগে ব্যস্ততার কারণে আমাকে অবহিত করিতে পারে নাই যে, সে আমার জন্য জুতা জোড়া রাখিয়া যাইতেছে এবং খালাকে এ সম্বন্ধে বলিয়া গিয়াছে। কিন্তু খালামণিও সেই কথা ভুলিয়া গিয়াছেন। কিন্তু জুতা জোড়া দর্শনে খালার সেই কথা স্মরণ হইয়া গিয়াছে এবং আমি অফিস হইতে ফিরিবামাত্র আমাকে জানাইয়াছে। আমি আহ্লাদিত এ কারণে যে, যাক শেষাবধি জুতা জোড়ার মালিকানা আমি পাইতে চলিয়াছি; আবার কিছুটা শঙ্কিতও যে, মামা না আবার উহা দখল করিয়া বসে। অবশেষে পরদিন প্রাতে আমি মামার আগে আগে উহা পরিধান করিয়া অফিসে রওয়ানা হইয়া গেলাম। মনে হইতেছিলো যেন, পঙ্খীরাজ ঘোড়ায় চড়িয়া অফিসে যাইতেছি এবং এর পর প্রতিদিন সেই অনুভূতি আস্বাদন করিতেছি। অদ্য দ্বিপ্রহরে জোহর নামাযান্তে রাজউক মসজিদ হইতে বাহির হইবার প্রাক্কালে আবিস্কার করিলাম চোর বেটাও আমার জুতা জোড়ার প্রেমে মজিয়া গিয়াছে এবং দেরি না করিয়া উহার মালিকানা করায়ত্ত করিয়া লইয়াছে। আমি দুঃখী মনোরথে খালি পায়ে বাসায় ফিরিয়াছি, আর আল্লাহ্র কাছে চোর বেটার জন্য হেদায়েত প্রার্থণা করিয়াছি যাহাতে আমার মতো আর কাউকে এই রূপ দুঃখী না করে। উহার প্রেমে মজিয়া যাতে সে চুরি ছাড়িয়া দেয়। আমি কিছুতেই জুতা জোড়ার চেহারা মনের আয়না হইতে মুছিতে পারিতেছিনা। বারে বারে শুধুই তাহার কথা মনে পড়িতেছে। আল্লাহ্ চোর বেটাকে হেদায়েত নসীব করুণ। আমিন।
পুনশ্চঃ সাধু-চলিত মিশ্রণ দুষণীয় নহে।

আলোচিত ব্লগ
ইহাকেই বলে আগবাড়িয়ে মাড়া খাওয়া
শিক্ষিত জঙ্গি মোদী ভোটের মৌসুম শুরু হওয়ার আগেই হাসিনার মতো জঙ্গি নাটক সাজায়; দুজনের পার্থক্য হলো হাসিনা নিজদেশের জনগন হত্যা করে নিজদেশের জনগনকেই দোষ দেয় অপর দিকে মোদী নিজদেশের... ...বাকিটুকু পড়ুন
=চায়ের আসরে গল্প বলার দিনগুলো সেই= (চায়ের কাপে টুংটাং সুর-৮)
হারিয়ে গেল কালের অতলে বিকেলের চায়ের আয়োজন
গোল বৈঠক উঠোনে, চারপাশে কত প্রিয়জন
উষ্ণ চা সাথে মুড়ি
ঠোঁটে উড়তো কত কথার ফুলঝুরি।
টিভি সিরিয়াল আর ইন্টারনেট
ইনবক্স আর চ্যাট
কেড়ে নিল সুন্দর সময়গুলো
আন্তরিক সম্পর্কগুলো... ...বাকিটুকু পড়ুন
গণহত্যাকারী দল জামাত শিবিরকে নিষিদ্ধ করা হোক!
জামাত শিবির সুযোগ পেলে আবারও প্রকাশ্যে বাঙালী গণহত্যায় যুক্ত হবে, আওয়ামিলীগের পূনর্বহালের কথা ভাবতে গেলেই এই বিশ্বাসটা দৃঢ় হয়। এই হিসেব মিলাইতে গেলে আপনার রকেট সাইন্স... ...বাকিটুকু পড়ুন
মাসুদ(শাহবাজ ) তোমরা কি আর ভালো হবা না ?
বাংলাদেশপন্থীরা ভারত ও পাকিস্তানপন্থীদের হাউকাউতে অতিষ্ঠ। ভারত ও ভাদা রা মনে করে ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা করে স্বাধীনতা এনে দিয়েছে। অন্যথা বাংলাদেশ স্বাধীন হতো না।... ...বাকিটুকু পড়ুন
শ্বশুর বাড়ীর ভূতের যাতনা: সত্য ঘটনা অবলম্বনে
নিচের ঘটনাটা দিনাজপুর, উপশহরের। ঘটনাগুলো জেনেছি আমার স্ত্রীর কাছে।
আমার শ্বশুর শহরের পাশে একটি পুরাতন টিনের বাড়ি কেনেন। বাড়ির প্রথম মালিক ছিলেন একটি হিন্দু পরিবার। স্বাধীনতা যুদ্ধের পর এক... ...বাকিটুকু পড়ুন