দেশের বিজ্ঞান বইগুলোর একটি ভালো রিভিউ আর্কাইভ গড়ে তোলার লক্ষ্যে মাসিক বিজ্ঞান সাময়িকী জিরো টু ইনফিনিটি আয়োজন করেছে এই বিজ্ঞান বই রিভিউ প্রতিযোগিতার। আপনি যদি সম্প্রতি কোনো বাংলা বা ইংরেজি বিজ্ঞানের বই কিংবা বৈজ্ঞানিক কল্পকাহিনি বই পড়ে থাকেন তবে সে বইয়ের রিভিউ জমা দিতে পারেন এই প্রতিযোগিতায়।
নিয়মাবলী
১। রিভিউ লিখে এই পোস্টে Answer এ পোস্ট করতে হবে। Answer এ পোস্ট করার আগে লগইন করে নিন।
২। রিভিউ লেখার সময় প্রথমে বইয়ের নাম এবং লেখকের নাম দিতে হবে। এরপর সে বইয়ের রিভিউ দিতে হবে। সম্ভব হলে সে বইয়ের একটি প্রচ্ছদ এখানে ছবি আকারে আপলোড করতে পারেন।
৩। শুধুমাত্র বাংলায় রিভিউ করা যাবে।
৪। কেবলমাত্র মৌলিক রিভিউগুলোই এ প্রতিযোগিতার জন্য বিবেচ্য হবে।
৫। রিভিউ নিজ নামে লেখা আবশ্যক। ছদ্মনাম গ্রহণযোগ্য হবে না।
৬। একজন একের অধিক রিভিউ করতে পারবেন।
৭। একই বইয়ের রিভিউ অনেকে করতে পারবেন।
৮। রিভিউ লিখে উত্তরের লিঙ্ক ফেসবুকে শেয়ার করতে হবে।
সময়সীমাঃ ১০ আগস্ট, ২০১৫ - ৩১ আগস্ট, ২০১৫।
পুরষ্কার
১। জুরি অ্যাওয়ার্ড: Zero to Infinity World থেকে ১৫০০ টাকা সমমূল্যের বই ও ম্যাগাজিন।
২। পিপল চয়েজ অ্যাওয়ার্ড: ব্লু-বেল (http://bluebellbd.com) এর সৌজন্যে একটি 3G মডেম।
৩। এছাড়া প্রথম ১০ জন রিভিউকারী পাবেন সেপ্টেম্বর মাসের জিরো টু ইনফিনিটি, পাই জিরো টু ইনফিনিটি এবং হেলথ জিরো টু ইনফিনিটি ম্যাগাজিন।
[জুরি অ্যাওয়ার্ড দেয়া হবে জুরি বোর্ডের দেয়া রায় অনুসারে। পিপল চয়েজ অ্যাওয়ার্ড দেয়া হবে আপ ভোট ও ডাউন ভোটের সমষ্টি হিসেব করে।]
তো দেরি কেন? আজই লিখে ফেলুন। যেকোনো প্রয়োজনেঃ [email protected], ০১৬২৬১২১৪৩৬।
মূল লিঙ্কঃ http://bn.z2i.org/answers/?qa=10447
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০